এখন চলছে কিয়ারা-সিদ্ধার্থের হলুদের অনুষ্ঠান
ভক্তরা অপেক্ষায় আছে ভারতীয় অভিনেতা-অভিনেত্রী সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়ের ছবি দেখার জন্য। এই জুটি ২০২১ সালে একসঙ্গে ‘শেরশাহ’ চলচ্চিত্রে অভিনয় করে। এর পর থেকেই বলিউডপাড়ায় গুঞ্জন চলছিল তাঁদের সম্পর্ক নিয়ে। দুজনের কেউই সরাসরি স্বীকার না করলেও আকার-ইঙ্গিতে বুঝিয়েছেন তাঁরা আছেন একসঙ্গে। বিয়ের ছবি হয়তো বিকেল বা সন্ধ্যার আগে আমাদের সামনে আসবে না। তবে বিয়ের অনুষ্ঠানের আশপাশে থাকা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা জানিয়েছেন এই মুহূর্তে চলছে কিয়ারা-সিদ্ধার্থের হলুদের অনুষ্ঠান, জয়সালমিরের বিলাসবহুল সূর্যগড় প্রাসাদের হাভেলির মধ্যে।
এরপর আজকেই জয়সালমিরের সূর্যগড় প্রাসাদের বাউডিতে বিয়ের অনুষ্ঠান হবে। গতকালের সংগীতের অনুষ্ঠান শুরু হয়েছে রাত ১১টায়, চলেছে ভোর ৫টা পর্যন্ত। অতিথিরা মনখুলে নেচেছেন। অভিনয়ের পরিপ্রেক্ষিতে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার পরিবার অভিনেতাদের জনপ্রিয় দুটি গানের ওপর নেচেছেন। এ সময় কিয়ারা ও সিদ্ধার্থও মঞ্চে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন। পাওয়া তথ্য অনুযায়ী রাতে বিয়েপরবর্তী দাওয়াতের আয়োজন করা হয়েছে।
সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির বিয়েতে আসা অতিথিদের ১০টি দেশের ১০০টিরও বেশি খাবার পরিবেশন করা হবে। জানা গেছে, মেনুতে রয়েছে ইতালিয়ান, চাইনিজ, দক্ষিণ ভারতীয়, মেক্সিকান, রাজস্থানি, পাঞ্জাবি ও গুজরাটি খাবার। জয়সালমিরের ঘোটওয়ান লাড্ডুও মিষ্টির মধ্যে পরিবেশন করা হবে। নির্ধারিত পোশাক পরে ৫০টি খাবার স্টলে ৫০০ জন খাবার পরিবেশন করবে। প্রত্যেক অতিথির জন্য একজন খাবার পরিবেশককে দেওয়া হয়েছে। প্রতিটি স্টলে দুই থেকে তিনটি খাবার রাখা হবে। এ ছাড়া সকালের নাশতা ও দুপুরের খাবারের মেন্যুতেও থাকে ভিন্নতা।
ইতিমধ্যেই সিদ্ধার্থ মালহোত্রা নতুন সংসারের জন্য ৩ হাজার ৫০০ বর্গফুটের একটি বাংলো পছন্দ করেছেন। দাম ৭০ কোটি টাকা। তবে নতুন বাড়ি প্রস্তুত না হওয়া পর্যন্ত মুম্বাইতে সিদ্ধার্থের পালি পাহাড়ের বাড়িতেই উঠবেন এই দম্পতি। জয়সালমিরের সূর্যগড় প্যালেসে বিয়ে করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। ১২ ফেব্রুয়ারি মুম্বাইতে রিসেপশনের আয়োজন করা হয়েছে।