শাহরুখকে যে উপদেশ দিয়েছিলেন অমিতাভ

শাহরুখ খান ও অমিতাভ বচ্চন
ছবি: সংগৃহীত

‘জীবনে পাওয়া সেরা উপদেশ কোনটি?’ এমন এক প্রশ্নের উত্তরে বলিউড অভিনেতা শাহরুখ খান জানিয়েছেন যে জীবনের সেরা একটি উপদেশ তিনি পেয়েছিলেন বলিউডের অঘোষিত অভিভাবক অমিতাভ বচ্চনের কাছ থেকে।

শাহরুখকে রাগ কমানোর পরামর্শ দিয়ে অমিতাভ বলেছিলেন, ‘যেহেতু তুমি এখন অনেক বড় স্টার হয়ে গিয়েছ, তাই তুমি যা–ই করো, সবাই তোমাকেই দোষী বলবে। তাই যখনই ভুল করবে সঙ্গে সঙ্গে হাতজোড় করে ক্ষমা চেয়ে ফেলবে।’

শাহরুখ জিজ্ঞেস করেছিলেন, ‘আর আমি যদি ভুল না হই?’

‘তা–ও ক্ষমা চাইবে। এমনকি কেউ যদি তোমাকে ঘুষিও মারে তা–ও তার সঙ্গে মাথা নিচু করে কথা বলবে। কারণ, তুমি যদি পাল্টা ঘুষি মারো, লোকে তোমাকে মদ্যপ বলবে, বলবে তুমি অহংকারী, টাকা তোমার মাথায় চড়ে বসেছে।’

অমিতাভ বচ্চন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

তারপরও অনেক সময় রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না কিং খান। এই তো কিছুদিন আগে মুম্বাই এয়ারপোর্টে এক ভক্ত অনুমতি ছাড়া ছবি তুলতে চাইলে রেগে যান। ভক্তকে খানিকটা ধাক্কা দিয়েই সরিয়ে দেন।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনরা তীব্র নিন্দা জানিয়েছেন। অবাক হয়ে কেউ কেউ আবার মন্তব্য করেছেন, শাহরুখ সাধারণত এমন আচরণ করেন না। কেউ আবার বলেছে, অনুমতি ছাড়া ছবি তুলতে চাইলে যে কারোরই এমন রাগ হওয়া স্বাভাবিক।