নড়বড়ে দাম্পত্য
করোনার বছর থেকে বেড়ে গেছে বিবাহবিচ্ছেদ। সেই ধারা এ বছরও অব্যাহত ছিল। হঠাৎ বিবাহবিচ্ছেদ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিবাহবিচ্ছেদের হার কমাতে গত মে মাসে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশও করেছে তারা। তবে সমাজবিজ্ঞানীরা মনে করেন, পাশাপাশি বিবাহবিচ্ছেদের কারণে উদ্ভূত সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, তা নিয়েও ভাবা উচিত।
নতুন মায়ের পাশে নতুন বাবা
তরুণ বাবারা সন্তান জন্মের আগে ও পরে স্ত্রীর পাশে থাকার চেষ্টা করেছে অতীতের চেয়ে বেশি। বেশ কয়েকজন গাইনি চিকিৎসকের সঙ্গে কথা বলে জানা গেল, অন্তঃসত্ত্বা নারীদের প্রতি তরুণ পুরুষদের দৃষ্টিভঙ্গিতে বদল আসতে শুরু করেছে। মাতৃত্ব যে শুধু অন্তঃসত্ত্বা মায়ের একার বিষয় না, এই উপলব্ধি যেন তাদের হয়েছে। চিকিৎসকের কাছে হবু মায়ের চেয়ে সাধারণত হবু বাবারাই বেশি জিজ্ঞাসা নিয়ে আসছেন। স্ত্রীর খাবার, জীবনযাপনের নানা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চেয়েছেন তাঁরা। কী করলে সন্তান ভালো থাকবে, জানতে চেয়েছেন।
হবু মাকে হাসিখুশি রাখা, মানসিক চাপ কমানো, সন্তান জন্মের পর স্ত্রীকে সহযোগিতা করার মতো বিষয়গুলোয় আগ্রহ দেখা গেছে নতুন বাবাদের। তারকা দম্পতিদের মধ্যেও এমন বিষয়গুলো সামাজিক যোগাযোগমাধ্যমের দরুন মানুষ জানতে পেরেছেন। পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা শরীফুল রাজ, সিয়ামসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সন্তানের সঙ্গে কাটানো সময়ের ছবি পোস্ট করেছেন। লিখেছেন নানা অভিজ্ঞতা।
সন্তান পালনে সচেতনতা
করোনার ধাক্কা কাটিয়ে দীর্ঘদিন পর স্কুলে ফিরেছে শিক্ষার্থীরা। মা-বাবা তাই সন্তানদের অভ্যাসে ফেরাতে চেষ্টা করেছেন সারা বছর। সন্তানের পড়াশোনা, সামাজিকতা, অভ্যাস নিয়ে নানা রকম আলোচনা হয়েছে। শিশুদের কথাবার্তা, পড়ার অভ্যাস, পরীক্ষার মতো বিষয়গুলো ফিরিয়ে আনতে নানা কৌশলের আশ্রয় নিয়েছেন অভিভাবকেরা।