অনলাইনে জুতা কেনার বিড়ম্বনা

ক্রমেই বাড়ছে অনলাইন শপিংয়ের ক্রেজ। অতিমারী সেই পালে আরো বাতাস দিয়েছে। তবে অনলাইনে কেনার ঝক্কিও আছে। বিশেষ করে জুতা। তাই কিছু বিষয়ে নজর দিলে ঝঞ্ঝাট এড়ানোর যায় সহজেই।

অনলাইনে শপিংছবি: আন্দ্রেয়া পিকাকিউ, পেকজেলসডটকম

বর্তমান মহামারিতে অনেকেই মার্কেট ঘুরে কেনাকাটার তুলনায় অনলাইন শপিংয়েই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তবে বিপত্তি আসে অনলাইনে জুতা কেনার ক্ষেত্রে। নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয় বলে অনেকেই পছন্দের জুতা কেনা থেকে বিরত থাকেন। সাহস জুগিয়ে অর্ডার করে ফেললেও বিপত্তি ঘটে তখন, যখন আমরা ভাবি সিন্ডারেলার মতোন জুতা পায়ে দিলেই সাইজ মিলে যাবে এবং ঘটে তার বিপরীত।

অনলাইনে জুতা কিনতে প্রয়োজন সতর্কতা
ছবি: মিখাইল নিলভ, পেকজেলসডটকম

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বেশির ভাগ ব্র্যান্ডের জুতা (প্রাইমার্ক, লিঞ্জি, চার্লস অ্যান্ড কিথ) কিনতে হলে অনলাইন ছাড়া উপায় নেই। কারণ, অনলাইনভিত্তিক হওয়ায় এসব ব্র্যান্ডের জুতা মার্কেট ঘুরে কেনা কষ্টসাধ্য। তাই পছন্দের জুতা কেনার সময় সঠিক মাপ নেওয়া এবং অনলাইনের কেনা প্রক্রিয়ার বিষয়গুলো মাথায় রেখে অর্ডার করলে আপনিও ঘরে বসে পেয়ে যাবেন আপনার পছন্দের জুতা। এ ক্ষেত্রে কয়েকটি বিষয় আমাদের জেনে রাখা ভালো।

নিজের পায়ের সঠিক মাপ নেওয়া

গোঁড়ালির ঠিক মাঝখান থেকে মাপ নিতে হবে।

অনলাইনে জুতা অর্ডারের প্রথম ধাপ হলো আপনার পায়ের সঠিক মাপ জানা। অনেকেই দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর জুতার মাপ ধরে অর্ডার করেন। তবে একই ব্র্যান্ড্রের জুতা ভেদেও সাইজের ভিন্নতা থাকায় অনেকেই বিপাকে পড়েন। সে ক্ষেত্রে ঘরে বসেই নিজের পায়ের মাপ নিলে এ সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব। ইউটিউবে নানা ধরনের ভিডিও আছে পায়ের মাপ নেওয়ার। সবচেয়ে সহজ উপায়টি হলো, একটি সাদা কাগজে পেনসিল বা কলম দিয়ে পায়ের সর্বোচ্চ আঙুল থেকে গোড়ালি পর্যন্ত এবং পায়ের পাতার সর্বোচ্চ মাপরেখা টেনে ফিতা দিয়ে মেপে নিলেই পেয়ে যাবেন আপনার পায়ের সঠিক মাপ।

অনলাইন শপের সঙ্গে কনসাল্ট করা

পায়ের সঠিক মাপ জানা হলে এবার যে অনলাইন শপ থেকে অর্ডার করবেন, তাদের কনভারশন চার্ট থেকে তাদের সাইজের সঙ্গে মিলিয়ে নিন আপনার পায়ের মাপ। বিভিন্ন ব্রান্ডের জুতাভেদে সাইজে কিছু কমবেশি হয়। বন্ধ জুতা কেনার ক্ষেত্রে পায়ের তুলনায় একটু বড় সাইজ অর্ডার করাই ভালো।

রিভিউ দেখে কেনা

অনলাইন শপিংয়ের ক্ষেত্রে যাঁরা ব্যবহার করেছেন, তাঁদের রিভিউ ফলো করলে ভালো ফল পাওয়া যায়।

রিটার্ন কিংবা এক্সচেঞ্জ পলিসি

অনলাইনে শপিংয়ের বেশির ভাগ ক্ষেত্রে আমরা ভেবেই নিই যে পছন্দ না হলে রিটার্ন অথবা এক্সচেঞ্জ করার সুযোগ আছে। তবে বাইরের জুতার ক্ষেত্রে এক্সচেঞ্জ কিংবা রিটার্নের সুযোগ কম থাকে। তাই আগেই অনলাইন শপের পলিসি সম্পর্কে জেনে তারপর অর্ডার করুন।

ডেলিভারিম্যানের সামনেই চেক করে নেয়া উচিত
ছবি: নরমা মরটেনসন

ডেলিভারিম্যানের সামনেই চেক করা

এই ভুল আমরা অনেকেই করে থাকি। ডেলিভারির সময় কখনো আমরা বাসায় থাকি না, আবার কখনো সময়ের অভাবে ডেলিভারিম্যানের সামনে প্রোডাক্ট চেক করে নিই না। পরবর্তীকালে নানা ঝামেলায় পড়তে হয়। তাই ডেলিভারিম্যানের সামনে জুতা পরে দেখলে সাইজ না মেলার ঝামেলা থেকে রেহাই পাওয়া সম্ভব।

আরও যেসব বিষয় মাথায় রাখা প্রয়োজন

অনলাইনে জুতা কেনার আগে কিছূ কিছু জেনে রাখা প্রয়োজন
ছবি: কিনডেল মেডিয়া, পেকজেলসডটকম

• এমন শপ থেকে অর্ডার করবেন, যেখানে জুম করে ছবি দেখার সুযোগ আছে। এ ক্ষেত্রে কোয়ালিটি ও ফিনিশিংয়ের সঠিক ধারণা পাওয়া যায়।

• মডেল পরেছে, এমন কোনো পেজ থেকে অর্ডার করা। অনেক সময় অন্যের পায়ে পরা জুতা দেখেও কিছুটা ধারণা পাওয়া সম্ভব।

• প্রথম অর্ডারের ক্ষেত্রে তুলনামূলক কম মূল্যের প্রোডাক্ট বাছাই করা। এতে পরবর্তী পণ্য কিনবেন নাকি না, তা যাচাই করতে পারবেন।

• এমন ব্র্যান্ড পছন্দ করতে হবে, যাদের জুতা আপনি আগেও পরেছেন।

• কালার ও ম্যাটেরিয়াল সম্পর্কে ধারণা নেওয়া।

• জুতা হাতে পাওয়ার পর ঘরে ট্রায়াল দিয়ে চেক করা, এতে এক্সচেঞ্জের ক্ষেত্রে ঝামেলামুক্ত থাকা যায়।