আজ রাতে মুম্বাইতে শুরু হচ্ছে ল্যাকমে ফ্যাশন উইক

প্রতিবারের মতো এবারও শুরু হতে চলেছে ল্যাকমে ফ্যাশন উইক। গত দুবার করোনার কারণে ল্যাকমের জৌলুশ অপেক্ষাকৃত কম ছিল। পুরো আসর ডিজিটালের আঙিনায় বসেছিল। তবে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হচ্ছে। করোনামুক্ত হচ্ছে পৃথিবী। ল্যাকমে ফ্যাশন উইকও তার নিজস্ব মেজাজে কিছুটা হলেও ফিরছে। তাই এবার ল্যাকমের আসর ডিজিটালে বসলেও বেশ কিছু শোতে সশরীর হাজির হওয়া যাবে। এর জন্য অবশ্য করোনাসংক্রান্ত কঠোর বিধিনিষেধ আছে।

এখানে অনুষ্ঠিত হবে ল্যাকমে ফ্যাশন উইক
সংগৃহীত

আজ মঙ্গলবার রাতে শুভসূচনা হতে চলেছে ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক’-এর। এবারের ফ্যাশন উৎসব শুরু হতে চলেছে খ্যাতনামা ডিজাইনার তরুণ তাহিলিয়ানির হাত ধরে। ৫ থেকে ১০ অক্টোবর আয়োজিত এ উৎসবে নামীদামি ডিজাইনারদের পাশাপাশি নবীনদেরও দাপট দেখা যাবে।

অন্যান্যবারের মতো ল্যাকমে ফ্যাশন উইকের এবারের আসরও মাতাবেন গৌরাঙ্গ শাহ, মনীষা জয় সিং, আব্রাহাম-ঠাকরে, সত্যপাল, রাজেশ প্রতাপ সিং, পঙ্কজ-নিধি, অনামিকা খান্না, সংযুক্তা দত্তর মতো একঝাঁক জনপ্রিয় ডিজাইনার। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবারের আসরের অন্যতম সেরা আকর্ষণ হতে চলেছে। তিনিও এই মঞ্চে মেলে ধরবেন আগামী ফ্যাশনধারা। ল্যাকমের সমাপনী রাতে এবার স্বমহিমায় উপস্থিত থাকবেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। প্রবীণ ডিজাইনার গৌরব গুপ্তার ডিজাইন করা পোশাক গায়ে ল্যাকমের শেষ রাত উজ্জ্বল করবেন কারিনা।

ল্যকমে ফ্যাশন উইকের আয়োজনস্থলের আরেকটি ছবি
সংগৃহীত

৭ থেকে ১০ অক্টোবর কিছু ফিজিক্যাল শোর আয়োজন করেছে ল্যাকমে ফ্যাশন উইক। এই শোগুলো অনুষ্ঠিত হতে চলেছে মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে। তবে প্রতিটি শো ডিজিটাল প্রাঙ্গণেও অনুষ্ঠিত হবে। আইএনআইএফডি প্রতিবারের মতো ল্যাকমে মঞ্চে আনতে চলেছে দুই নবাগত ডিজাইনারকে। সব মিলিয়ে বৈচিত্র্যময় এক আসরের আয়োজন করতে চলেছে ল্যাকমে। ফ্যাশনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার এবার অবসান হতে চলেছে।