অঞ্জনসের ঈদ আয়োজন
এখন বর্ষাকাল। বর্ষায় প্রকৃতি নতুন রূপে সাজে। এ সময় বৃক্ষ, ফুল, লতাপাতায় আসে সজীবতা ও স্নিগ্ধতা। দেশীয় ফ্যাশন হাউস অঞ্জনস প্রকৃতির এই রূপ ফুটিয়ে তুলেছে তাদের এবারের ঈদুল আজহা কালেকশনে। সেখানে মোটিফ হিসেবে প্রাধান্য পেয়েছে লতাপাতা, বর্ষার ফুল, প্রকৃতি। এ সময় নিয়মিত বৃষ্টি হলেও আবহাওয়ায় গরমের দাপট থাকে বেশ। এ জন্য ফেব্রিক ও রঙের ব্যবহারেও বিশেষ যত্ন নেওয়া হয়েছে। সাদা, নীল, আকাশি, সবুজ, জলপাইসহ বিভিন্ন রঙের সুতি, ভয়েল, লিনেন কাপড়েই তৈরি হয়েছে পোশাকগুলো। পোশাকের প্যাটার্নেও এসেছে নতুনত্ব।
এবারের ঈদ আয়োজনে অঞ্জনসের কালেকশনে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে মেয়েদের শর্ট ও লং ফতুয়া এবং ছেলেদের শার্ট ও টি–শার্টের ডিজাইন। লিনেন ও ভয়েল কাপড়ে মেয়েদের শর্ট ও লং ফতুয়ায় ফুল ও লতাপাতার মোটিফ প্রাধান্য পেয়েছে। ছেলেদের শার্ট, টি–শার্ট ও ফতুয়ায় বৃক্ষ ও পাতার মোটিফ প্রাধান্য পেয়েছে। এ ছাড়া শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, গয়না এবং শিশু–কিশোরদের পোশাক থাকছে বরাবরের মতোই।
বিশ্বরঙের ঈদুল আজহার আয়োজন
ঈদ মানেই হাসি–আনন্দ, উৎসবের রঙে নিজেকে রাঙানো। পবিত্র ঈদুল আজহা ঘিরে বেশ আগে থেকেই শুরু হয় উদযাপনের সব পরিকল্পনা। উৎসব–পার্বণ উদ্যাপনে বিশ্বরঙ সব সময়ই অগ্রপথিক। তাই উৎসব–পার্বণে নতুন ট্রেন্ড নিয়ে কাজ করা বিশ্বরঙের স্বভাবসিদ্ধতা সুদীর্ঘ ২৬ বছর ধরে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদুল আজহাকে ঘিরে এই ফ্যাশন হাউস ফ্যাশন সচেতন ব্যক্তিদের জন্য নিয়ে এসেছে নতুন সব ট্রেন্ডি ডিজাইন।
ঈদুল আজহার আয়োজনের পোশাকগুলোয় ব্যবহার করা হয়েছে ধুপিয়ান সিল্ক, জয় সিল্ক, তসর সিল্ক, সফট সিল্ক, কাতান, ভেলভেট ছাড়া বিভিন্ন রকম অর্নামেন্টেড কাপড়। রঙের ব্যবহারে অফহোয়াইট, সাদা, লাল, মেরুন, রয়েল ব্লু, গ্রিন, গোল্ডেনসহ সব রঙেই পরিমিতিবোধ লক্ষ করা যায়। কাজের মাধ্যম হিসেবে এসেছে এমব্রয়ডারি, জারদৌসি, কারচুপি, কাটওয়ার্ক, স্ক্রিন প্রিন্টসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।
অতিমারির এই সময়ে যে কেউ ঘরে বসেই শোরুমের সব সামগ্রী কেনাকাটা করতে পারবেন অনলাইনে, ফেইজবুক পেজ অথবা ফোনে ফোনে।
যথাশিল্পের বর্ষামঙ্গল
নোটবুক ও নকশি টি-শার্ট তৈরি করে যথাশিল্প বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। নতুনত্বের ধারাবাহিকতায় এবার বর্ষাকে আমন্ত্রণ জানিয়ে যথাশিল্প নিয়ে এসেছে নতুন ডিজাইনের বর্ষার টি–শার্ট ও নোটবুক।
গ্রামবাংলার বাদল দিনের অমূল্য স্মৃতি আর অনুভূতি ধরে রাখতে যথাশিল্পের বর্ষামঙ্গল টি–শার্ট আর নোটবুকে ফুটে উঠেছে আবহমান বাংলার অসাধারণ কিছু দৃশ্য, যা আপনাকে স্মৃতিকাতর করে তুলতে পারে। ব্যাঙের ছাতা ও কোলাব্যাঙ, সোনার তরীর মাঝির বৃষ্টিতে ভিজে নৌকায় বাড়ি ফেরা, বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো ইত্যাদি নানা চিত্ররূপ ফুটিয়ে তোলা হয়েছে নোটবুকে সূচিকর্মের মাধ্যমে ও সুতি টি–শার্টে স্ক্রিন প্রিন্টের মাধ্যমে।
বর্ষার টি–শার্ট ও নকশি নোটবুক সরাসরি আদাবরে অবস্থিত যথাশিল্প সেন্টার (বাসা ৭১৬, সড়ক ১০, বাইতুল আমান হাউজিং সোসাইটি) ছাড়া ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকে সরাসরি কেনা যাবে। অর্ডার করতে পারবেন।
ছবি: অঞ্জন’স, বিশ্বরঙ ও যথাশিল্প