একনজরে নিউইয়র্ক ফ্যাশন উইকের হাইলাইটস
দুটি সিজন একরকম কেড়েই নিয়েছিল করোনা। ভার্চ্যুয়ালি আর ডিজিটাল প্ল্যাটফর্মে যে ফ্যাশন উইক হয়েছিল, সেটা যেন কেবল করার জন্যই করা। তাতে চোখ, মন—কোনোটাই ভরেনি ফ্যাশন দুনিয়ার মানুষের। এবার সদ্য শেষ হওয়া নিউইয়র্ক ফ্যাশন উইক যেন সেসবের পুরোটা পূরণ করে দিল। শুধু পূরণ করে দিল বললেও ভুল হবে, সুদে–আসলে উশুল করেছে। নানা দিক থেকেই এবারের আয়োজন ছিল বিশেষ, বৈচিত্র্যময়। ছিল বেশ কিছু ‘ভাইরাল ফ্যাশন মোমেন্ট’। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড ও মেট গালা অনুষ্ঠিত হওয়ার পর সেই ধারাবাহিকতায় একটা ধামাকা সৃষ্টি করেছে নিউইয়র্ক ফ্যাশন উইক। এ বছর সবচেয়ে বেশিসংখ্যক তরুণ ডিজাইনারের অভিষেক হয়েছে এই ফ্যাশন উইকে। তা ছাড়া দেশ, বয়স, বর্ণ, জাতি, লিঙ্গ, আইডিয়া—সবদিক থেকে এবারের ফ্যাশন উইক ছিল অধিক অংশগ্রহণ ও প্রতিনিধিত্বমূলক। সমস্ত ছবি ডিজাইনার, ফ্যাশন হাউজ, ব্র্যান্ড ও মডেলদের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে নেওয়া।
১ / ১৬
২ / ১৬
৩ / ১৬
৪ / ১৬
৫ / ১৬
৬ / ১৬
৭ / ১৬
৮ / ১৬
৯ / ১৬
১০ / ১৬
১১ / ১৬
১২ / ১৬
১৩ / ১৬
১৪ / ১৬
১৫ / ১৬
১৬ / ১৬