কানের লালগালিচার মধ্যমণি এই ভারতীয়রা

চলচ্চিত্রের পাশাপাশি কান ফ্যাশনিস্তাদেরও উৎসব। এ বছর নানা কারণে এই উৎসবের মধ্যমণি হয়ে উঠেছেন ভারতীয় তারকারা। একনজরে দেখে নেওয়া যাক।
১ / ১২
তৃতীয়দিনে তামান্না ভাটিয়া পরেছিলেন হাই স্লিট বডি হাগিং কালো ড্রেস। সঙ্গী হয়েছিল সিল্কের কালো লম্বা কেপ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
সাদা স্লিভলেস টপের সামনে মাল্টিকালারের চুমকির সূক্ষ্ম কাজ। সঙ্গে হাঁটু পর্যন্ত উঁচু বাদামি বুট। হাতে বাদামি স্লিং ব্যাগ। প্রথম দিন এ–ই ছিল দীপিকা পাড়ুকোনের সাজপোশাক। এসবই লুই ভুঁতোর থেকে নেওয়া। লুই ভুঁতোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ফ্যাশনবিশ্বে নিজেকে এক দৌড়ে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছেন দীপিকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিন হট পিঙ্কের প্যান্ট-স্যুটে দেখা দিয়েছেন কান চলচ্চিত্র উৎসবের পরিচিত মুখ ঐশ্বরিয়া রাই বচ্চন। এই লুকের সবচেয়ে নজরকাড়া অনুষঙ্গ হলো হিল আর ওড়নার মতো ঝুলন্ত স্কার্ফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
পূজা হেগড়ে দ্বিতীয় দিন দেখা দিয়েছেন ছড়ানো পালকের ক্রিমরঙা এই গাউনে। অনেকে বলছেন, এই লুক নাকি দীপিকার ‘বেঙ্গল টাইগার’ শাড়ি আর ঐশ্বরিয়ার গোলাপি প্যান্ট-স্যুট থেকে ঢের ভালো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
কালো গাউনের ভেতর থেকে উঁকি দিচ্ছে সাদা-রঙিন ফুল। এভাবেই ঐশ্বরিয়া লালগালিচা পেরিয়ে অংশ নেন টম ক্রুজ অভিনীত ‘টপ গান: ম্যাভেরিক’–এর প্রদর্শনীতে
ছবি: রয়টার্স
৬ / ১২
সিরীয় ফ্যাশন ডিজাইনার রামি আল আলীর নকশা করা ওয়াইনরঙা এ গাউনে হিনা খানকে পছন্দ করেছেন ফ্যাশনিস্তারা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
দ্বিতীয় দিনে হিনা খান পরেছেন টেকসই ফ্যাশন ব্র্যান্ড ফোভারির কালো গাউন। এর একটি অংশ বডি হাগিং মিড লেন্থের। সেখানে রয়েছে এমব্রয়ডারি করা কালো লেস। আর ছড়ানো ট্রেনগুলো অনেকটা পাখার মতো
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
কনটেন্ট ক্রিয়েটর, ফ্যাশন ব্লগার হিসেবে ফ্যাশনের ক্ষেত্রে সফল ভারতীয়দের ভেতর অন্যতম মাসুম মিনাওয়ালা। ইতিহাস সৃষ্টি করে এ বছর কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
সমুদ্রের পাশে হালকা ওশান ব্লুরঙা মাসুমের এ পোশাক দেখুন। এমব্রয়ডারি করা হাতালম্বা ব্লাউজের সঙ্গে পরেছেন একই রঙের স্কার্ট। পোশাকটি ডিজাইন করেছেন অমিত আগারওয়াল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
সাদা পালকের ব্লাউজ, গয়না আর শাড়িতে দীপা খোসলা। শাড়িটি ডিজাইন করেছেন মনীশ মালহোত্রা। দীপার এই লুকের স্টাইলিস্টও তিনি। পরপর পঞ্চমবারের মতো ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার হয়ে কানের লালগালিচায় অংশ নিলেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
গ্র্যামি আগেই জানান দিয়েছিল, ফ্যাশন স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে এবছর গোলাপীর বিকল্প নেই। কেননা, গোলাপী দুঃসময় পেরিয়ে নতুনভাবে জেগে ওঠার বার্তা দেয়। এই সময়ের সঙ্গে যেটি খুবই সামঞ্জস্যপূর্ণ। সেটিই আবারো প্রমাণিত হলো কান চলচ্চিত্র উৎসবে। ফারহানা বদিও বেছে নিয়েছেন হট পিঙ্করঙা ছড়ানো গাউন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
বিশাল এই গাউনটি বানিয়েছে দুবাইভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড অ্যাটলিয়ার জুহরা। দীপা আর ফারহানা—এই দুজনের জন্ম ভারতে। তাঁরা বিভিন্ন দেশ হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মডেল হিসেবে থিতু হয়েছেন। কান চলচ্চিত্র উৎসবে তাঁরা নিজেদের ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবে উপস্থাপন করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে