শাহরুখ খানকে জিজ্ঞেস করুন, তাঁর প্রিয় রং কী। উত্তর আসবে, ‘কালো। যদি কালোর থেকেও কালোতর কোনো রং থাকে, তাহলে সেটাই।’ কালো আর কালোর চেয়েও গাঢ় রং হতো শাহরুখের সবচেয়ে প্রিয়! কেবল শাহরুখের বেলায় নয়, বিশ্বব্যাপী অনেকেরই এমন দাবি। এক গবেষণায় বলা হয়, প্রতি দশজনের আড়াইজনেরই প্রিয় রং কালো। কালার এক্সপ্লেইনড ডটকম জানাচ্ছে, যাঁরা একটু অন্তর্মুখী স্বভাবের, তাঁদের কালো রং পছন্দ করার প্রবণতা বেশি। আবার অনেকের মতে, কালোর চেয়ে ‘গ্ল্যামারাস’ রং আর হয় না।
পোশাক নির্বাচনের আগে তার রং নির্বাচন কিন্তু অস্বাভাবিক নয়। কারণ, পোশাকের রঙের সঙ্গে আপনার ব্যক্তিত্ব আর মনের হালচালের রয়েছে সরাসরি সংযোগ। আনমনে থাকলে, একটু উদাস উদাস লাগলে অনেকে হালকা রঙের পোশাক পরতে পছন্দ করেন। আবার খুব আনন্দভরা মনে থাকলে বহুরঙা পোশাক পরতে ইচ্ছে করে। জমকালো উৎসবের আমেজে থাকলে কালো পোশাক। কালো রঙের পোশাক? অনেকেই ভ্রু কুঁচকে ফেলতে পারেন। মনে প্রশ্ন জাগতে পারে, কালোতে কি আসলেই আসে জমকালো ভাব? ফ্যাশন আইকন আর সিনেমার তারকাদের এই ছবি ঘুরে দেখে নিন।
একবারে কালো পোশাক পছন্দ না হলে ফুলেল নকশা করা পোশাক পছন্দ করতে পারেন। এ ছাড়া কালোর সঙ্গে রুপালি ভারী পাথরের কাজ করা শাড়ি, লেহেঙ্গা যেকোনো অনুষ্ঠানেই পরা যাবে।
কালো পোশাকে সহজেই ক্যাজুয়াল ফ্যাশন তুলে ধরা যায়। চুলের বাঁধনে রাখতে পারেন হাল ফ্যাশনের বেণি।
কালো পোশাকে দরকার হয় না বাড়তি কোনো গয়নার। খোলা বা অর্ধেক আটকানো চুলে আসতে পারে স্টাইলিশ লুক। আপনার বেশি গয়না পছন্দ না হলে কালো পোশাক বেছে নিতে পারেন। কারণ, কালো রঙের আছে নিজস্ব চমক।
আবার কালো পোশাকের সঙ্গেও মন চাইলে পরতে পারেন ভারী গয়না। দিব্যি মানিয়ে যাবে।
পুরোপুরি কালো পোশাকেও কিন্তু বাড়বে আপনার স্টাইল। কালো মখমলের পোশাকে যেকোনো অনুষ্ঠানে আসবে জাঁকজমক আমেজ। গলায় পরে নিতে পারেন হালকা লকেট আর সঙ্গে ঢেউখেলানো খোলা চুল।
গয়না খুব পছন্দ করলে কালো পোশাকের সঙ্গে সব থেকে মানানসই হলো সাদা পাথরের গয়না। কানে আর হাতে পরে নিন জ্বলজ্বলে পাথরের গয়না।
মন চাইলে মাল্টিকালার, সোনালি বা রুপালি রঙের গয়নাও পরতে পারেন। কালো সবখানে খুব মানিয়ে যায়, এমন একটি রং। আর এর সঙ্গে খুব বেশি সাজেরও প্রয়োজন পড়বে না।