ধরুন, আপনি দুপুরে মাংস দিয়ে ভাত খেয়েছেন। রেড মিট। আর লেডি গাগা দিব্যি সেই মাংস দিয়ে জামা, জুতা বানিয়ে পরে অনুষ্ঠানে হাজির! এটা তাঁর জন্য স্বাভাবিক ঘটনা বলে ধরে নিয়েছে ফ্যাশন দুনিয়া। লেডি গাগা উদ্ভট সব পোশাকে মানুষকে চমকানোর আর বাকি রাখেননি কিছু। লেটুস পাতা, গাজর, টমেটো দিয়ে আপনি সালাদ বানান। আর গাগা সেগুলো দিয়ে জামাকাপড় বানান। তারপর দিব্যি হাঁটেন রেড কার্পেটে। ছবির জন্য পোজ দেন। এমনই কয়েকটি ঘটনা শেয়ার করা যাক আপনাদের সঙ্গে।
১ / ১২
এই তো ২০১৯ সালের মেট গালার ঘটনা। একটি নয়, দুটি নয়, চার–চারটি পোশাকে পোজ দিয়েছেন লেডি গাগা। একটি একটি করে খুলেছেন আর বেরিয়ে এসেছে অন্য পোশাক। আর এই চমক লাগানো উপস্থিতিতে ক্যামেরার ক্লিক ক্লিকের যেন শেষই হচ্ছিল না
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১২
২০০ কোটি টাকা দামের হীরার নেকলেস পরে ৯১তম অস্কারের লালগালিচায় দ্যুতি ছড়ানোর গল্প সবাই জানে। সবাই জানে ‘আ স্টার ইজ বর্ন’ নামের একটা চলচ্চিত্র দিয়ে গায়িকা থেকে রীতিমতো হলিউডের নামী নায়িকা হওয়ার গল্পটাও। কিংবা সেরা অভিনেত্রী বিভাগে অস্কার মনোনয়ন পাওয়ার কথা। আবার জানে উদ্ভট পোশাক পরে মানুষকে তাক লাগিয়ে দেওয়ার কথাও
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১২
ব্যাঙের পোশাক পরেছেন লেডি গাগা। তাঁর পোশাক থেকে ঝুলছে অসংখ্য ব্যাঙ। বেরিয়ে রয়েছে ব্যাঙগুলোর লাম্বা লম্বা হাত–পা
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ১২
কেবল ব্যাঙ নয়, ব্যাঙের ছাতার পোশাকও পরেছেন গাগা
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১২
২০১৯ সালে ‘আর্টপপ’ নামের একটি অ্যালবাম বাজারে আনেন গাগা। সেই উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আর্ট রেভ ইভেন্ট আয়োজন করেন গাগা। সেখানেই উড়ুক্কু পোশাক পরে সবার সামনে আসেন তিনি। গাগার এ উড়ুক্কু পোশাকটি চলে ৫০ ভোল্টের বেশ কয়েকটি ব্যাটারির মাধ্যমে। এই পোশাকটির একটি অংশ শরীরের সঙ্গে যুক্ত থাকে আর অপর অংশ বাতাসে ভেসে থাকে।
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১২
প্রতিবছর গাগার উদ্ভট পোশাক নিয়ে ফিচার, ফটোস্টোরি করে বিভিন্ন ফ্যাশন ম্যাগাজিন। দুই বছর হতে চলল, কোনো অনুষ্ঠান হচ্ছে না। তবু থেমে নেই গাগার পাগলামো। কিম্ভূত সব জামাকাপড় পরা
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১২
মাংসের তৈরি পোশাক
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১২
বাবলের তৈরি জামা
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১২
গাগার মাস্ক থেকে বেরিয়ে আসে লম্বা শিং। ফলে সামাজিক দূরত্ব মেনে চলা বাধ্যতামূলক, এটা কেমন মাস্ক আমাকে জিজ্ঞেস করবেন না
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১২
এটা আবার কেমন জামা!
ছবি: ইনস্টাগ্রাম
১১ / ১২
এটা কী পরেছেন লেডি গাগা, কেউ জানে না
ছবি: ইনস্টাগ্রাম
১২ / ১২
মোনালিসার জামা পরে চলে এসেছেন গাগা
ছবি: ইনস্টাগ্রাম