ছোট ছেলেটির ঈদ সাজ

আরাম পাবে এমন কাপড়ের তৈরি পাঞ্জাবি বেছে নেওয়া ভালো। মডেল: শারাফ, সাদাব, রাফিদ ও নাওয়াফ
আরাম পাবে এমন কাপড়ের তৈরি পাঞ্জাবি বেছে নেওয়া ভালো। মডেল: শারাফ, সাদাব, রাফিদ ও নাওয়াফ
পাঞ্জাবির সঙ্গে মানাবে স্যান্ডেল শ‌ু, স্লিপার, ক্যাজুয়াল শ‌ু
পাঞ্জাবির সঙ্গে মানাবে স্যান্ডেল শ‌ু, স্লিপার, ক্যাজুয়াল শ‌ু

ঈদের দিন সকালে উঠে তড়িঘড়ি করে গোসল সেরে ছেলে ‘নব’ তৈরি থাকে বাবার সঙ্গে ঈদের নামাজ পড়তে যাবে বলে। ঈদের নামাজ পড়ার জন্য বাবার মতো তারও পাঞ্জাবি-পাজামা পরা চা-ই চাই।-কথাগুলো নবর মা তাসকিয়া রহমানের। ভিড়ের ঝঞ্ঝাট এড়িয়ে একটু আরামে কেনাকাটা করতে বেশ আগেভাগেই রাজধানীর বড় এক বাজারে ঘুরছিলেন সাত বছর বয়সী ছেলে নবকে সঙ্গে নিয়ে। আর সেখানেই জানালেন ছেলের পাঞ্জাবিপ্রীতির কথা। ঈদের দিনে ছোট-বড় সব বয়সী ছেলেদের কাছে পাঞ্জাবি প্রথম পছন্দ। ছোটদের তো সঙ্গে নতুন জুতা, ঘড়ি আর চশমা না থাকলে যেন ষোলোকলা পূর্ণই হয় না।
উৎসবের সময় ছোটদের পোশাক-আশাক কেনার সময় অভিভাবকেরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন আরামের ওপর। আর বিক্রেতারাও ক্রেতাদের এই চাহিদার দিকটি বেশ ভালোভাবেই মাথায় রাখছেন। ফ্যাশন হাউস অঞ্জন’স-এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন আহমেদ বলেন, এবারের ঈদে শিশুদের পোশাকে বেশ কিছু ভিন্নতা এনেছেন তাঁরা। তবে যেহেতু এবারের ঈদ অনেকটা গরমের মধ্যেই পড়ছে, তাই কাপড় নির্বাচন করা হয়েছে সেই বিবেচনায়। ছোটদের পোশাকের ক্ষেত্রে অঞ্জন’স-এর ঈদ সংগ্রহে থাকছে সুতি, লিনেন, সুতি ভয়েল আর অ্যান্ডির আধিপত্য। আর ছোটদের পছন্দের কথা মাথায় রেখে বয়সভেদে মানানসই নকশা করা হয়েছে। এমব্রয়ডারি আর প্রিন্টের কাজই বেশি প্রাধান্য পেয়েছে।

.
.

আরাম তো হলো। তাই বলে ঈদের পোশাক একেবারে সাদামাটা হলে কি চলে? তাই আরামের সঙ্গে সঙ্গে নকশাও যেন জমকালো হয়, গুরুত্ব দেওয়া হচ্ছে সে বিষয়টিকেও। বিষয়টি মাথায় রেখে আড়ং এবার ছোটদের পাঞ্জাবিতে এনেছে শিবুরি ডাই, কাতান ও অ্যান্ডি কাপড়ের ওপর জিওগ্র্যাফিক্যাল প্যাটার্ন আর আয়নার কাজ। একইভাবে ছোটদের ঈদের পাঞ্জাবিতে বৈচিত্র্যপূর্ণ নানা ডিজাইন এনেছে যাত্রা, শৈশব, ইনফিনিটি, মাত্রা ইত্যাদি ফ্যাশন হাউসগুলোও।
পাঞ্জাবির সঙ্গে ঈদে স্লিপার, স্যান্ডেল শুি, ক্যাজুয়াল শুে আর কেডসই বেশি দেখা যায় বাচ্চাদের পায়ে। ‘পাঞ্জাবির সঙ্গে ছোটদের জন্য স্যান্ডেল শুেই বেশি পছন্দ অভিভাবকদের। এ ছাড়া স্লিপার, বেল্ট ও বেল্টহীন স্যান্ডেল শুচ বেশ মানায় বাচ্চাদের পায়ে।’ বলছিলেন ফ্যাশন হাউস ইনফিনিটির ব্যবস্থাপক ওবায়দুল আনওয়ার খান। তবে গরমের কারণে ক্যাজুয়াল আর স্যান্ডেল শুনর প্রতি ক্রেতাচাহিদা বেশি দেখা যাচ্ছে বলে জানা গেল বাটার দোকান ঘুরে। কেনাকাটার কথা তো অনেক হলো। শেষ কথা হলো, ঈদের সাজে সাজানো-গোছানোর পর আপনার রাজপুত্রের কপালে আদরের আলতো ছোঁয়া দিতে ভুলবেন না।

ছাপা প্রিন্ট ও এমব্রয়ডারি কাজ প্রাধান্য পেয়েছে পাঞ্জাবিতে
ছাপা প্রিন্ট ও এমব্রয়ডারি কাজ প্রাধান্য পেয়েছে পাঞ্জাবিতে
.
.