নিজের বিয়েতে আনুশকা, দীপিকা আর প্রিয়াঙ্কার মতো সাজবেন দীঘি

ছোট্ট দীঘি এখন বড় হয়েছেন, শিশুশিল্পী থেকে নায়িকা হয়েছেন। ইদানীং তাঁকে দেখা যাচ্ছে বিয়ের সাজে। বউ সেজে অংশ নিয়েছেন বেশ কিছু ফটোশুটে। সেই ছবিগুলো আর নিজের বিয়েতে কেমন করে সাজবেন— এসব নিয়ে আলাপ হলো প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে। দীঘিকে আজ সোমবার দুপুরে যখন ফোন করেছি, সেই অসময়েও তিনি জিমে। সম্প্রতি বিয়ের দাওয়াত খেলেন। সম্ভবত, সে কারণেই আরও বেশি প্রয়োজন মনে করেছেন জিমে যাওয়ার। দেখে নেওয়া যাক, কী পরে বিয়ে করবেন আর কোন পোশাকে বিয়ের দাওয়াত খেতে যাবেন!
বিয়েতে লাল বা কমলা শাড়ির কোনো বিকল্প নেই। সে কথাই আবার জানান দিলেন দীঘি। বাংলাদেশের হাইপ্রোফাইল এক বিয়ের দাওয়াতে এসেছেন বেশ কয়েকজন ভারতীয় তারকা। তাঁদের মধ্যে রয়েছেন সানি লিওন। সানি পরেছেন গোলাপি লেহেঙ্গা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এদিকে ভারতীয় বাঙালি অভিনেত্রী নুসরাত জাহান পরেছেন নীল লেহেঙ্গা। প্রেমিক যশ দাশগুপ্ত মিলিয়ে পরেছেন নীল শেরওয়ানি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বেশ কিছু ওয়েডিং ফটোশুট করেছেন দীঘি। এর মধ্যে কিছু করেছেন পোশাক আর গয়নার বিজ্ঞাপন হিসেবে, আবার কিছু করেছেন মেকআপ আর্টিস্টের মডেল হয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বউ সাজতে বেশ লাগে দীঘির। বললেন, ‘যতবার বউ সাজছি, একেকটি নতুন লুক তৈরি হয়েছে। নিজেকে ভিন্ন ভিন্ন বউয়ের সাজে দেখতে কার না ভালো লাগে!’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বিয়েটা বাকি আর কী!’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
কবে সত্যি সত্যি বউ সাজবেন? জানতে চাইলে হাসতে হাসতে বললেন, ‘অনেক দেরি আছে। অন্তত পাঁচ বা সাত বছর পর।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
নিজের বিয়েতে কীভাবে বউয়ের সাজ সাজবেন? জানতে চাইলে বললেন, ‘আমাকে যাতে অন্য রকম লাগে। বলিউড তারকাদের মতো। তাঁদের প্রত্যেকের বিয়ের সাজ ইউনিক। আনুশকা, প্রিয়াঙ্কা, দীপিকা, ক্যাটরিনা— সবার বিয়ের সাজ আমাকে অনুপ্রাণিত করেছে। আমি যার থেকে যেটা বেশি পছন্দ, সেটা মাথায় টুকে রাখছি। ওদের মতো করে সাজব।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আপাতত বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই এই অভিনেত্রীর। সবে উচ্চমাধ্যমিক পাস করেছেন। এবার শুরু হবে বিশ্ববিদ্যালয়যাত্রা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
বিয়ের পোশাক, রং, সাজ—সবকিছুতেই এখন চলে নানা ধরনের নিরীক্ষা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এই যে লেহেঙ্গার ওপরের অংশের সঙ্গে ছেঁড়াফাটা জিনস পরেছেন। আর রয়েছে গা–ভর্তি গয়না আর ট্রেডিশনাল বউয়ের সাজ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
এখন বিয়েতে পোশাক, সাজ আর গয়নায় ট্রেন্ডের চেয়ে নিজের ব্যক্তিগত পছন্দই বেশি গুরুত্ব পায়, এসবকিছুর পরেও বিয়েতে লাল বেনারসি আর লাল চুমকি, পুঁতির কাজের লেহেঙ্গাই জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
লাল রঙ, চুমকি পুঁতির কাজ— এগুলোর কোনো বিকল্প নেই
ছবি: ইনস্টাগ্রাম থেকে
গোলাপী লেহেঙ্গা আর মানানসই ভারি গয়নাও বিয়ের সাজে আছে এগিয়ে
ছবি: ইনস্টাগ্রাম থেকে