বিদায় নিয়েছে চৈত্রের দাবদাহ। কিন্তু রোদের রুক্ষতা আর অস্বস্তিকর গরম এখনো বিদ্যমান আবহাওয়ায়। মাঝেমধ্যে বর্ষা কিছুটা স্বস্তির পরশ বোলায়। তাই প্রকৃতি আর আবহাওয়ার সঙ্গে তাল মেলাতে হলে প্রস্তুতি নিতে হবে সবার। গরম থেকে স্বস্তি দেয় আরামদায়ক পোশাক।
কিন্তু ফ্যাশন সচেতন তরুণদের ক্ষেত্রে পোশাক শুধু আরামদায়ক হলেই চলে না, সঙ্গে মাথায় রাখতে হয় ট্রেন্ডের বিষয়টিও। তরুণদের মধ্যে গরমে টি-শার্ট পরার প্রবণতাই বেশি। টি-শার্ট অন্য পোশাকের তুলনায় অনেক বেশি হালকা ও আরামদায়কও। তবে কেউ যদি একই সঙ্গে ক্যাজুয়াল আর সেমিফরমাল—উভয় লুকই চান, তাহলে বেছে নিতে পারেন পোলো টি-শার্ট বা পোলো শার্ট।
পোলো শার্ট, বলা যায় উনিশ শতকের শেষের দিকে ব্রিটিশ রাজপরিবারের আবির্ভাব। বিশেষ করে আউটডোর বা পোলো খেলার জন্য এই পোশাক বিশেষভাবে তৈরি করা হয়। পরবর্তী সময়ে টেনিস ও গলফ খেলায় খেলোয়াড়দের পোশাক হিসেবে জায়গা করে নেয় পোলো শার্ট। এরপর থেকেই এর জনপ্রিয়তা বাড়তে থাকে।
পোলো টি-শার্টে একই সঙ্গে স্মার্ট ও লাক্সারি লুক পাওয়া যায়। আর রং-বেরঙের পোলো শার্টগুলো এখন ট্রেন্ডি। পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী বেছে নেওয়া যায় পছন্দেরটি। আবার অনেক অফিসে সব সময় ড্রেস কোড মেনে চলার বাধ্যবাধকতা থাকে না। সেসব অফিসে অনায়েসেই বেছে নেওয়া যেতে পারে এ ধরনের পোশাক। তবে অফিসের ক্ষেত্রে রং নির্বাচনে হতে হবে সাবধান। বেছে নেওয়া উচিত হালকা রং। যেমন সাদা, হালকা আসমানি, কচুপাতা সবুজ ইত্যাদি। অফিস ছাড়াও বিভিন্ন ধরনের পার্টি বা বন্ধুদের আড্ডায়ও অনায়াসে পরা যেতে পারে পোলো শার্ট।
এ ক্ষেত্রে তারুণ্যের রংগুলোই যথার্থ। যেমন হলুদ, কমলা, লাল, কালো। আর যাঁরা বয়সে তরুণ, তাঁদের জন্য বাজারে পাওয়া যায় বৈচিত্র্যময় ডিজাইনের পোলো শার্ট। এ ছাড়া পোলা শার্ট পরা যায় পরিবেশের ওপর নির্ভর করেও। খুব গরমে হালকা রঙের পোলো শার্ট পরা উচিত। কারণ, হালকা রং কম তাপ শোষণ করে। আবার যেদিন একটু মেঘলা বা মুষলধারে বৃষ্টি ঝরতে থাকে, সেদিন চাইলে একটু গাঢ় রঙের পোলো শার্ট পরা যেতে পারে। সুতরাং, রোদেলা দিনগুলোতে অতিরিক্ত গরম থাকায় সেদিন কালো, লাল এসব রঙের পোলো শার্ট ব্যবহার না করাই ভালো।
ফ্যাশন ট্রেন্ড এখন এক রঙের মধ্যে সীমাবদ্ধ নেই। কালার কনট্রাস্টের জনপ্রিয়তা এখন সর্বত্র। এমনকি স্ট্রাইপড আর চেকেও এখন নানা ধরনের কালার কনট্রাস্ট দেখা যায়। এদিক থেকে বিবেচনা করলে বর্তমান ট্রেন্ডে চেক ও প্রিন্টের পোলো টি-শার্টেরও জনপ্রিয়তা রয়েছে। এ ছাড়া স্টাইল স্টেটমেন্টে বৈচিত্র্য আনতেও এই পোশাক দারুণ। গোল গলা সাধারণ টি-শার্টের সঙ্গে পোলো টি-শার্টের মূল পার্থক্য কলারে। এ কারণে পোলো টি-শার্টে কিছুটা ফরমাল লুকও দেয়।
ফরমাল লুকেকে আরও কিছুটা এগিয়ে নিতে এখন পোলো টি–শার্টে পকেট জুড়ে দেওয়া হয়েছে, যা বর্তমান ট্রেন্ডে বেশ জনপ্রিয়। এর সঙ্গে জিনস বা চিনোসের ব্যবহারই বেশি। শার্ট আবার টাক-ইন করেও পরা যায়। তবে বিভিন্ন ধরনের ট্রাউজারের সঙ্গেও এটি চমৎকার লুক দেয়।
লুক অনুযায়ী বেছে নিতে হবে জুতা। এর সঙ্গে লোফার, কেডস, স্নিকারস, কনভার্স সবই মানায়। এমনকি ফরমাল শু–ও।