ফ্যাশনে বালা

ভারী নকশার পাশাপাশি হালকা নকশার বালাও দেখা যাচ্ছে হাল ফ্যাশনে
মডেল: মেহজাবীন, ছবি: নকশা

বালা পরাটা এখন নিত্যদিনের ফ্যাশনেরই অংশ। শুধু ভারী নকশারই নয়, হালকা নকশার বালাও দেখা যাচ্ছে হাল ফ্যাশনে। শাড়ি বা সালোয়ার-কামিজ, টপ, ফতুয়া, স্কার্ট বা গাউনের সঙ্গে যেমন খুশি তেমন ঢঙেই পরা যায় এসব বালা।

বাজার ঘুরে

বাজার ঘুরে দেখা গেল ফুল, লতাপাতা, কলকি মোটিফের পাশাপাশি নানা জ্যামিতিক মোটিফের নকশার বালা পাওয়া যাচ্ছে এখন। ট্রাইবাল নকশার বালাও চলছে বেশ। দেশি ফ্যাশন হাউসগুলো রুপা, তামা, পিতল, কাঠ, মাটি, প্লাস্টিক ইত্যাদি উপাদান দিয়ে বালা তৈরি করছে। নতুনত্ব আনতে বালায় যোগ হচ্ছে লেস, কাপড়, সুতা, পুঁতি, কড়ি ইত্যাদি। কাঠ কিংবা ধাতব বালার ওপর খোদাই করা নকশা দেখা যাচ্ছে। আর মাটির বালায় নানা নকশার বাহার দেখা যাচ্ছে ফ্যাশন হাউসগুলোতে।

পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গেও বালা মানিয়ে যায় বেশ
মডেল: হোলি, ছবি: নকশা

পোশাকের সঙ্গে মিলিয়ে

শুধু দেশীয় ঘরানার পোশাকেই নয়, এখন পাশ্চাত্য ঘরানার পোশাকের সঙ্গে মিলিয়েও বালা পরছেন অনেকেই। শীতের আমেজ আসতে শুরু করেছে নগরে। একটু পাশ্চাত্য ঘরানার শীত পোশাকের সঙ্গেও পরতে পারেন বালা। লম্বা কুর্তা কাটের সোয়েটারের সঙ্গে মানিয়ে যাবে হাতভর্তি কাঠের মালা। আবার শাড়ির সঙ্গে মিলিয়ে পরতে পারেন নানা সাইজের চিকন মোটা বালা। আর পোশাকটা যদি বেশি জমকালো হয়, তাহলে অনুষঙ্গ হিসেবে রুপা, ডায়মন্ড কাট বা সোনার প্রলেপ দেওয়া বালা পরতে পারেন।

হাত ভর্তি বালা পরলে কানে ও গলায় হালকা নকশার গয়না পরা ভালো
মডেল: সীমানা, ছবি: নকশা

বালা পরার ধরন

বালা পরার তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে চওড়া হাত যাঁদের, তাঁদের বালা প্রস্থে একটু কম হওয়া ভালো। কম পুরুত্বের চ্যাপ্টা ধরনের বালা এক হাতে পরতে পারেন তাঁরা। হাত সরু হলে এক হাতে অনেকগুলো বালা পরলে ভালো লাগবে। তবে হাতভর্তি বালা পরলে খেয়াল রাখবেন, কান ও গলার গয়না তখন যেন একটু হালকা নকশার হয়।