বিয়ের বদলে যাওয়া রং

লাল টুকটুকে বউ ও নাকে রুমাল দেওয়া বর। একসময়ের বিয়ের বর-কনের সাজপোশাকের চিত্র ছিল এমনই। মডেল: মেঘলা ও শরিফুল রাজ
লাল টুকটুকে বউ ও নাকে রুমাল দেওয়া বর। একসময়ের বিয়ের বর-কনের সাজপোশাকের চিত্র ছিল এমনই। মডেল: মেঘলা ও শরিফুল রাজ
বদলে গেছে বিয়ের কনের পোশাকের রং। মডেল: রিসিলা, তানিয়া, রিবা, ইন্দ্রানী ও মুনা মডেল: তৃণ
বদলে গেছে বিয়ের কনের পোশাকের রং। মডেল: রিসিলা, তানিয়া, রিবা, ইন্দ্রানী ও মুনা মডেল: তৃণ
সাদা গাউনের কনের সঙ্গে স্যুট–বুটের বর। মডেল: রিপন ও তৃণ
সাদা গাউনের কনের সঙ্গে স্যুট–বুটের বর। মডেল: রিপন ও তৃণ

১৯ জানুয়ারি সন্ধ্যায় বিয়ে উৎসবের অনুষ্ঠানের শুরুতেই চমক। ব্যান্ড পার্টি বাজনা বাজালো আমন্ত্রিত অতিথিদের ঘিরে। একদম বিয়েবাড়ির আয়োজনই যেন। এরপরই গায়ে হলুদ ও বিয়ের গানের সঙ্গে নাচ পরিবেশন করলেন ওয়ার্দা রিহাব ও তাঁর দল ধৃতি নর্তনালয়।

মডেল: তৃণ
মডেল: তৃণ

রেডিও জকি হিসেবে একসময় কাজ করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। তিনিই এবার করছেন বিয়ে উৎসবের উপস্থাপনা। আর তাঁর পাশে? মডেল, অভিনয়শিল্পী হিসেবে তাঁকে সবাই চিনলেও উপস্থাপকের ভূমিকায় নতুনই বিদ্যা সিনহা মিম। ব্যান্ডের বাজনা আর দুজনের খুনসুটি–হাসিঠাট্টায় মঞ্চে এলেন তাঁরা।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ফ্যাশন শো। লাল শাড়ি আর গয়না প্যাঁচানো বউ, পাশে সফেদ পাঞ্জাবি পরা গম্ভীর বর। এককালে বিয়ের সাজ মানে ছিল এই। এখন যেন সামাজিক যোগাযোগমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হয়েছেন বর-কনে, পাল্টে গেছে সেই বাঁধাধরা পোশাক, রং, এমনকি সাজ। তাই বদলে যাওয়া, বলা ভালো বদলে চলা বিয়ের রংকে প্রতিপাদ্য করে পন্ডস-নকশা বিয়ের উৎসব শেষ হলো ফ্যাশন শোর মাধ্যমে। আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে চারটি কিউতে ফুটে উঠল প্রতিনিয়ত বদলে চলা বিয়ের রংগুলো।
প্রথম কিউর রং ছিল লাল। লাল বেনারসি পরনে, সাদা লালের ফোঁটা আঁকা নকশা গালে, লাল চুড়ির রিনিঝিনি তুলে মঞ্চে এলেন চুমকি বসানো সোনালি দোপাট্টার ঘোমটা তোলা মডেল। বরের পরনে সাদা, পায়ে সেই চিরচেনা কালো পাম্প শুল। তার আবেশ না কাটতেই একে একে শুরু হলো লালের চমক। লাল জামদানির সঙ্গে সোনালি জরির নকশা তোলা কালো কন্ট্রাস্ট ব্লাউজ, বরের পরনেও লাল-কালো মেলানো। বউয়ের পরনে সিঁদুরে লাল তো টোপর তোলা বরের পরনে আচকান। কিংবা হাল আমলের ঝলমলে লাল লেহেঙ্গার সঙ্গে মিলিয়ে খয়েরি ঘেঁষা শেরওয়ানি। একই মঞ্চে চলল লাল রঙের বৈচিত্র্য মিলিয়ে ডিজাইনের পরিবর্তন।

বউভাতের পোশাক তো এমনই। মডেল: রিসিলা ও রাজ
বউভাতের পোশাক তো এমনই। মডেল: রিসিলা ও রাজ
নানা রকম গয়নার সঙ্গে লাল জামদানির বউ। পাঞ্জাবিতে বর। মডেল: ইশা ও রাজ ম্যানিয়া
নানা রকম গয়নার সঙ্গে লাল জামদানির বউ। পাঞ্জাবিতে বর। মডেল: ইশা ও রাজ ম্যানিয়া
সাদা ও ধূসরে আভিজাত্য। মডেল: মেঘলা ও রাজ ম্যানিয়া
সাদা ও ধূসরে আভিজাত্য। মডেল: মেঘলা ও রাজ ম্যানিয়া

বিয়ের রং বদলের দ্বিতীয় কিউতে ছিল শুধু কনে। তৃতীয়তে ছিল শুধু বর। লক্ষণীয় বিষয় হলো, বদলের এই পর্বে স্পষ্ট ছিল কন্ট্রাস্টের খেলা ও নিজের ইচ্ছাচর্চার স্বাধীনতা। রঙে তো বটেই, ডিজাইন ও পরার ধরনেও। সাদা জামদানিতে কাঁধ ঢাকা লাল ঘোমটা। কখনো সবুজের সঙ্গে সাদার মিলন। নীল কাতানের সঙ্গে সোনালি দোপাট্টা কাঁধে, কেউবা চুল আর সাজ ফোটাতে দোপাট্টা রেখে এসেছেন ঘরে। নীল-কমলা লেহেঙ্গা, আচকানের মতো টানা ঘন নীল কটিতে পালাজ্জো স্কার্ট, কারও ঘাগরায় নীল-কমলা নিয়ন রঙের সমাবেশ। পিঠখোলা, স্লিভলেস কিংবা ফুলহাতা কুর্তা, ব্লাউজের বৈচিত্র্যেও কমতি দেখাননি বউয়েরা।

শাড়ির পাশাপাশি দেশি নকশার জমকালো লেহেঙ্গা দেখা যাচ্ছে কনের পোশাকে। মডেল: মিথিলা, অাঁখি, জলি ও নমিরা
শাড়ির পাশাপাশি দেশি নকশার জমকালো লেহেঙ্গা দেখা যাচ্ছে কনের পোশাকে। মডেল: মিথিলা, অাঁখি, জলি ও নমিরা

বরদের পোশাকে শেরওয়ানি আগেও ছিল, আচকান তো যেন তারই ভাই, তাই বদলের সম্ভার জমেছে সেই রঙেই। সোনালি সাদাকে টপকে জ্বলজ্বল করছিল আকাশ নীল, তারা ফোটানো ঘন নীল, শেওলা সবুজ, কমলায় খয়েরি জরির পাড়, কালোয় সোনালি জরির কারুকাজ। শুধু বউয়ের পোশাকের সঙ্গে মেলাতে নয়, বরের পোশাক যে এখন নিজরূপে স্বতন্ত্র, তা-ই দেখা গেল মঞ্চে, যেটা বাস্তবেও বর্তমান।
কিছু মানুষ বলেন, সাদা কোনো রং নয়, এতে জমকালো ভাবটা ফুটে ওঠে না। তাদের জবাব দিতেই সম্ভবত, বিয়ের রং হিসেবে সাদা ও সাদাঘেঁষা হালকা রংগুলো কতটা আবেদনময় হতে পারে, তা-ই দেখা গেল শেষের কিউতে। সাদা জামদানি, হালকা গোলাপিতে পিচের নেট ঝোলানো লেহেঙ্গা, ছাই দোপাট্টার নিচে রুপালি পাথরের ফুল তোলা সাদা গাউন, কারও গাউনে সাদা গোলাপ ফোটানো। সাহসী সাদার সাজও ছিল হাইলাইটারের ছোঁয়ায় উজ্জ্বল। কে বলে সাদা পরা যায় না বিয়েতে? এই সময়ের কনেরা দেখিয়ে দিয়েছেন, ওসব কেবলই কথার কথা।

বদল এসেছে বরের শেরওয়ানির রং ও কাটে। মডেল: নাহিদ ও সুজন
বদল এসেছে বরের শেরওয়ানির রং ও কাটে। মডেল: নাহিদ ও সুজন
কনের সাজ–পোশাকে নানা রঙের ছোঁয়া। মডেল: নাবিলা, তানিয়া ও ইন্দ্রানী
কনের সাজ–পোশাকে নানা রঙের ছোঁয়া। মডেল: নাবিলা, তানিয়া ও ইন্দ্রানী