শিশুদের বর্ণিল পাঞ্জাবি

শিশুদের ঈদ আনন্দ মানেই যেন নতুন পোশাক। ঈদের দিন সকালে ছোট ছেলেদের পছন্দের পোশাক পাঞ্জাবি। তাই প্রতিবার ঈদের সময় ছোটদের কথা মাথায় রেখেই বিভিন্ন দোকানে থাকে নতুন নতুন নকশার পাঞ্জাবির আয়োজন। তার সঙ্গে থাকে বিভিন্ন রং ও চলতি ফ্যাশনের নানা ডিজাইন।
এবার ঈদ উদ্যাপন করতে হবে বৃষ্টি এবং রোদের মিশ্র আবহাওয়ায়। তাই ছোটদের ঈদের পাঞ্জাবিতে উৎসবের ছোঁয়ার পাশাপাশি আরামের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এ বছর ঈদ বর্ষায় হওয়ায় ভ্যাপসা গরম এবং অতিরিক্ত আর্দ্রতার কথা মাথায় রেখে বাজারে পাঞ্জাবি আনা হয়েছে। বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন দোকানে রঙিন পাঞ্জাবিই বেশি। রাপা প্লাজার বিক্রেতা আসাদ হোসেন বলেন, শিশুদের সবচেয়ে বেশি আকর্ষণ করে গাঢ় রঙের পোশাক। তাই লাল, নীল, হলুদ, কমলা, সবুজসহ বিভিন্ন উজ্জ্বল রঙের পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে।
ডিজাইনের ক্ষেত্রে ব্লক, টাইডাই করা পাঞ্জাবি তো আছেই, পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের এমব্রয়ডারি করা পাঞ্জাবি। পাঞ্জাবির গলায় আর কাঁধে সুতার বাহারি কাজ রয়েছে। লং কাট পাঞ্জাবি বেশি চললেও পাশাপাশি শর্ট পাঞ্জাবিও অনেকে কিনছেন। বড়দের পাঞ্জাবির সঙ্গে মিলিয়ে শিশুদের পাঞ্জাবি তৈরি করা হয়েছে। পাঞ্জাবির সঙ্গে আছে চুড়িদার পায়জামা, আলিগড়ি, কাবলিসহ নানা ধরনের পায়জামা। পাঞ্জাবির সঙ্গে এবার চলছে কটি। সুতি ছাড়াও সিল্ক, জয় সিল্ক পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। লম্বা ঝুল, দুই পাশে পকেট ছাড়াও পাঞ্জাবির সামনের দিকেও জুড়ে দেওয়া হয়েছে পকেট। তবে বিভিন্ন কাপড়ের পাঞ্জাবি পাওয়া গেলেও সুতি ও লিনেন পাঞ্জাবি বেশি পছন্দ করছেন ক্রেতারা।
ছেলের জন্য পাঞ্জাবি কিনতে আসা লিনা আক্তার বলেন, ঈদের সারা দিনই বাচ্চারা পাঞ্জাবি পরতে পছন্দ করে। তাই ভারী নকশার পাঞ্জাবি আরামদায়ক হবে না। আর পাঞ্জাবি কেনার সময় কাপড়ের রং পাকা কি না, তাও দেখে নিতে হবে।

যেখানে পাবেন
শিশুদের পাঞ্জাবি রয়েছে সব কিডস শপেই। রাজধানীর বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, এলিফ্যান্ট রোড, মিরপুর শপিং কমপ্লেক্স, রাপা প্লাজা, মেট্রো শপিং মল, নিউমার্কেটসহ প্রায় সব বাজারেই শিশুদের ঈদের পাঞ্জাবি পাওয়া যাবে।
দামদর
শিশুদের পাঞ্জাবি পাওয়া যাবে ৬০০ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে। ছেলেদের পাঞ্জাবির সঙ্গে আলাদা করে পায়জামা বা ধুতি কিনতে চাইলে এর দাম পড়বে ২৫০ থেকে ১ হাজার ২০০ টাকা।