পোশাক
শীতে জ্যাকেটের দাপটে
জ্যাকেটে দেখা যাচ্ছে ফিউশনধর্মী নকশা। এ বছর শীতের পোশাকের তালিকায় এগিয়ে আছে জ্যাকেট
শীতে আমাদের পোশাকে বেশ পরিবর্তন দেখা যায়। বদলে যায় পোশাকের ধরন, কাট, রং আর উপকরণ। প্রাকৃতিক তন্তুর পাশাপাশি কৃত্রিম তন্তুর পোশাকও সমানভাবে জনপ্রিয়তা পেয়েছে কয়েক বছর ধরেই। এ বছরের নতুন সংযোজন হলো ঢিলেঢালা শীতপোশাক। জ্যাকেট, সোয়েটার, কোটসহ প্রায় সব শীতপোশাকেই ছড়িয়ে গেছে ঢিলেঢালা ধারা। তৈরি করেছে আলাদা ফ্যাশন আর স্টাইল।
একটা সময় জ্যাকেট ব্যবহারের প্রবণতা ছেলেদের মধ্যেই বেশি দেখা যেত। কিন্তু এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও সমানভাবে জ্যাকেটকে গ্রহণ করেছে। জ্যাকেটে নতুনত্ব আনতে নকশায় রাখা হয়েছে ফিউশন, যা দেশীয় ও পাশ্চাত্যের মিশেল, বলছিলেন সারা লাইফস্টাইলের হেড অব ডিজাইন শামীম রহমান।
প্যারেড জ্যাকেট, নন–প্যারেড জ্যাকেট, বোম্বার জ্যাকেট, হুডেড জ্যাকেট, নন–হুডেড জ্যাকেট, ডেনিমের জ্যাকেট চলছে এ বছরের ফ্যাশনে।
মূলত শীতের জ্যাকেট টাফেটা দিয়ে তৈরি হয়। এ ধরনের উপাদানের প্রধান কাজ হলো শরীরের মধ্যে ঠান্ডা বাতাস ঢুকতে না দেওয়া। এ ছাড়া শরীরের মধ্যে গরম ভাব ধরে রাখতে পারে টাফেটা।
শীতপোশাকে এ বছর জ্যাকেটের পাশাপাশি সোয়েটার বা কটির সঙ্গেও হুডি থাকছে। গলাবন্ধ ঢিলেঢালা উলের সোয়েটার এ বছর নতুন চলতি ধারা। ছোট ও মাঝারি লম্বা জ্যাকেটের পাশাপাশি কিছুটা লম্বা সোয়েটারও অনেকেই পছন্দ করছেন। সামনে দিয়ে কাটা ও বোতাম স্টাইলের সোয়েটারও পিছিয়ে নেই।
নতুন রূপে ফিরে এসেছে পশমি সোয়েটারের ফ্যাশন। এ ধরনের সোয়েটারে এবারের নতুনত্ব উলের সঙ্গে মিশেল। আবার টাফেটা জ্যাকেটের গলা বা হুডিতেও পশমি উপাদান ব্যবহার করা হচ্ছে।
ফ্রিল বা কুঁচি দেওয়া শাল ছাড়াও ডেনিমের মাঝারি লম্বার ফ্রক, টপ, কটি, লম্বা কোট—সবই আছে এ বছর। সব ধরনের ডেনিম পোশাকের কাটেই দেখা যাবে ইংরেজি অক্ষর ‘এ’ আকারের প্রাধান্য। অর্থাৎ ওপরের দিকে কিছুটা চাপা ও নিচের দিকে ঢিলেঢালা।
উজ্জ্বল ও হালকা—দুই ধরনের রংই শীতপোশাকে এবার সমান জনপ্রিয়। জ্যাকেটের মধ্যে লাল, মেরুন, নীল, বেগুনি, ম্যাজেন্টা ছাড়াও ঘিয়ে, ধূসরের মতো রং খুব ব্যবহৃত হয়েছে। আবার সোয়েটারে দেখা গেছে হালকা গোলাপি, হালকা কমলা, সাদা ছাড়া গাঢ় সবুজ, হলুদ, শর্ষে রং।