সাজে বেনারসি

বেনারসি বা কা​তানের মতো শাড়ি যে এখনও চলছে তার কারণ, এগুলো আধুনিক সাজের সঙ্গেও দিব্যি মানিয়ে যায়। তারই কিছু নমুণা:
হালকা নকশায় সাদা শাড়িতে স্নিগ্ধ আমেজ। গলায় মুক্তা ও কুন্দনের গয়না পড়েছেন মডেল হিমি। গলায় ভারী গয়না, এ কারণে কানে হালকা নকশার দুল
হালকা নকশায় সাদা শাড়িতে স্নিগ্ধ আমেজ। গলায় মুক্তা ও কুন্দনের গয়না পড়েছেন মডেল হিমি। গলায় ভারী গয়না, এ কারণে কানে হালকা নকশার দুল

চুল খোঁপা করুন কিংবা কোঁকড়া করে ছেড়ে রাখুন—যেকোনো চুলের সাজ মানিয়ে যাবে বলে জানান রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। রুপা, স্বর্ণ, অক্সিডাইজ, কুন্দন সব ধরনের গয়নাই মানাবে মিরপুরের কাতানের সঙ্গে। কানিজ আলমাস খান বলেন, ‘হালকা রঙের

.
.

শাড়িগুলোর সঙ্গে হীরার গয়নাও মানিয়ে যাবে। হালকা, জমকালো, আধুনিক যেকোনো ধরনের সাজ মানিয়ে যাবে এই শাড়িতে।’ হলুদের অনুষ্ঠানে পরার জন্য বেশি প্রাধান্য পেলেও অন্য কোনো অনুষ্ঠানে পরলেও ঠিকই প্রশংসা পাবেন। বেনারসি শাড়ির আবেদনে ফুটে উঠবে দেশীয় ঐতিহ্য।

.
.

হালকা নীল শাড়ির সঙ্গে বেগুনি রঙের হল্টার নেক ব্লাউজ, গলায় ভারী গয়না—জমকালো দাওয়াতের জন্য প্রস্তুত

কুসুমরঙা বেনারসি শাড়িতে আধুনিক মেকআপ। চুলের ওপরের অংশ ব্লো–ড্রাই করে নিচে কোঁকড়া করে ছেড়ে রাখা হয়েছে

হালকা নকশায় সাদা শাড়িতে স্নিগ্ধ আমেজ। গলায় মুক্তা ও কুন্দনের গয়না পড়েছেন মডেল হিমি। গলায় ভারী গয়না, এ কারণে কানে হালকা নকশার দুল