বেনারসি উৎসবে প্রত্যাশা ছাপিয়ে চলছে বেচাকেনা

ঐতিহ্যবাহী বেনারসি
ছবি: সাবিনা ইয়াসমিন

দেশের প্রথম শ্রেণির ফ্যাশন ডিজাইনারদের পোশাকের পাশে খ্যাত-অখ্যাত তাঁতিদের ফ্যাশনপণ্য। কুহু প্লামন্দন, চন্দনা দেওয়ানসহ বেশ কয়েকজন ডিজাইনারের ডিজাইনার্স কালেকশন আর তাঁতিদের হাতে বোনা শাড়িগুলো মিলেমিশে আছে। একছাদের নিচে বেনারসিসহ কাতান, মসলিন, জামদানি শাড়ি, অন্যান্য পোশাক, কারুশিল্পের বিভিন্ন পণ্য, ট্রে, বই, ম্যাগাজিন, চকলেট—সব।

তাঁতে কীভাবে মসলিন শাড়ি বোনা হয়, সেটাও দেখানো হচ্ছে এই উৎসবে
ছবি: সাবিনা ইয়াসমিন

তাঁতে কীভাবে মসলিন শাড়ি বোনা হয়, সেটাও দেখা যাচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন আঞ্চলিক মিউজিক ‘লাইভ’ বাজাচ্ছেন দেশীয় শিল্পীরা। ‘টাইমলেস ম্যাগনিফিসেন্স অব দ্য বাংলাদেশি বেনারসি’ নামের ১০ দিনের বেনারসি উৎসব শুরু হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের দোতলায় ‘দ্য মসলিন’-এ।

মেলাটি সবার জন্য উন্মুক্ত
ছবি : সাবিনা ইয়াসমিন

লা মেরিডিয়ানের অধিকাংশ অতিথিই বিদেশি। মেলা শুরু হওয়ার আগের দিন উদ্বোধনী অনুষ্ঠানের পর তাঁরাই কিনেছেন বেশ কিছু পণ্য।

প্রত্যাশা ছাপিয়ে চলছে বেচাকেনা
ছবি : সাবিনা ইয়াসমিন

একজন ফরাসি নারী প্যাচওয়াকের দুটি কোটি, একটা কাতান শাড়ি আর নকশি কাজের টেবিলক্লথ নেন। সুতা আপসাইকেল করে বানানো একটা ওড়নাও কিনেছেন। কেন এগুলো কিনলেন জানতে চাইলে বলেন, ‘এগুলো খুব স্থানীয়, একই সঙ্গে আবার আন্তর্জাতিক, রঙিন ও স্থানীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। এগুলো আমার ভালো লেগেছে। আমার মনে হয়, এগুলোয় আমাকে দারুণ দেখাবে।’ শাড়ি পরতে পারেন কি না, আর জিজ্ঞাসা করা হলো না। তার আগেই কিছু একটা দেখে সেদিকে ছুটলেন।

ডিজাইনারের ডিজাইনার্স কালেকশন আর তাঁতিদের হাতে বোনা শাড়িগুলো মিলেমিশে আছে
ছবি : সাবিনা ইয়াসমিন

দ্য মসলিনের প্রতিষ্ঠাতা, পরিচালক ও সিইও তাসনুভা ইসলাম যেমন বেচাকেনা আশা করেছিলেন, তেমনটি মেলা সবার জন্য উন্মুক্ত হওয়ার আগেই হোটেলের বিদেশি অতিথি ও মেলায় আসা অতিথিরা প্রথম দিনেই তার কাছাকাছি কেনাকাটা করে ফেলেছেন। শুক্র ও শনিবারও ভালো বেচাকেনা হয়েছে। উচ্চমধ্যবিত্ত আর উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্ত ক্রেতারাও এসেছেন এবং কেনাকাটা করেছেন। ফলে মেলার মাঝামাঝিতেই বিক্রি প্রত্যাশা ছাপিয়ে গেছে।

৯ মার্চ পর্যন্ত চলবে এই মেলা
ছবি : সাবিনা ইয়াসমিন

ঢাকার মিরপুরসহ বিভিন্ন অঞ্চলের তাঁতিরা তাঁদের সংগ্রহ নিয়ে হাজির হয়েছেন এ মেলায়। প্রায় সব স্টলেই শাড়ির দাম দুই হাজার টাকা থেকে শুরু। আছে দুই লাখ বা তার বেশি দামের শাড়ি। ক্রেতারা চাইলে তাঁতিদের কাছে অর্ডার দিয়ে পরবর্তী সময়ে কাস্টমাইজড করেও শাড়ি আর ফ্যাশনপণ্য নিতে পারবেন। তাই এই মেলা আক্ষরিক অর্থেই ক্রেতা আর তাঁতিদের এক অনন্য মিলনমেলা।

উপস্থিত ছিলেন মডেল সোবিয়া আমিন
ছবি: সাবিনা ইয়াসমিন

উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেনারসি তাঁতশিল্পী শামিম আক্তার ও মোহাম্মদ রফিককে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সেদিন উপস্থিত ছিলেন ডাচ, মরক্কো, ব্রাজিল, ফিলিস্তিনসহ বিভিন্ন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, পাঁচ তারকা হোটেলটির কিছু বিদেশি অতিথি, মডেল সোবিয়া আমিন, দেশের ফ্যাশনিস্তা শীর্ষস্থানীয় কিছু পেশাজীবী নারী, আমন্ত্রিত সাংবাদিকসহ আরও অনেকে। চতুর্থ দিনে ফ্যাশন ডিজাইনার চন্দ্রশেখর সাহার নেতৃত্বে চলেছে বিশেষ কর্মশালা।

উৎসবে আমন্ত্রিত অতিথিদের একাংশ
ছবি: সাবিনা ইয়াসমিন

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা এই মেলা। চলবে ৯ মার্চ পর্যন্ত।