ভালোবাসা দিবসে নবদম্পতিরা যেভাবে সাজতে পারেন

অনেক নবদম্পতির জন্য এটাই প্রথম ভালোবাসা দিবস। আগামীকাল ভালোবাসায় দিনটি কাটুক আনন্দে। মনের এই ভালো লাগা প্রকাশ পাবে সাজ পোশাকে।

নবদম্পতিরা ভালোবাসার দিনে সেজে উঠতে পারেন রঙিন পোশাকে।ভালোবাসা দিবসের বিশেষ আয়োজনে মডেল হয়েছেন অভিনেত্রী সারিকা সাবা ও অভিনেতা তামিম মৃধা, পোশাক: সেইলর, স্থান: ইকেবানা, সাজ: অরা বিউটি লাউঞ্জ, ছবি: কবির হোসেন

চারপাশটাকে আগুনরঙে রাঙাতে ফাগুন এসেই গেল। সেই সঙ্গে প্রাণে দোলা দিতে এল ভালোবাসা দিবস। ভালোবাসা নিয়ে আমাদের আবেগ কখনো ফুরানোর নয়। গত এক বছরে যাঁদের বিয়ে হয়েছে, এবারই নবদম্পতি হিসেবে তাঁরা প্রথমবার পালন করবেন ভালোবাসা দিবস। বিয়ের পরের প্রথম ভালোবাসা দিবস যেন বিশেষ কিছু। যদিও ভালোবাসার মানুষটির সঙ্গে প্রতিটি দিনই বিশেষ দিন। তবু দিনটি আরেকটু বিশেষভাবে উদ্‌যাপন করার ভাবনা সবার মাথাতেই থাকে। অফিস থাকুক কিংবা ছুটি—দুজন মিলে দিনের একটা সময় যেন না বের হলেই নয়। সাজপোশাকেও পড়ে সেই চেষ্টার প্রতিফলন।

পোশাকের রকমভেদ

পোশাকের ক্ষেত্রে অনেকেই মিলিয়ে পরতে ভালোবাসেন। আবার কেউ যেন ভিন্ন পোশাকেই স্বাচ্ছন্দ্য। কেউ হয়তো লাল রংকে প্রাধান্য দেবেন। কারও মনোযোগ কাড়বে বসন্তের বাসন্তী রং। ফাগুন আর ভালোবাসা দিবস একসঙ্গে হওয়ায় এবার ফ্যাশন হাউসগুলোতে পোশাকের রঙে প্রাধান্য পাচ্ছে লাল আর হলুদ রং। লাল, হলুদ, কমলার মতো উজ্জ্বল রংগুলো যেমন রয়েছে, তেমনি সাদা, গোলাপি, প্যাস্টেল, পিচের মতো হালকা রংগুলোও দেখা যাচ্ছে। প্রকৃতি আর ফুলের নকশা প্রাধান্য পেয়েছে। ভিসকস, লিনেন, সুতি কিংবা সাটিনের পোশাক মানিয়ে যাবে কর্মক্ষেত্রে। অফিস শেষে এই পোশাক পরেই রাতে আবার খেতে চলে যেতে পারবেন।

পোশাকে থাকতে পারে লাল–কমলার প্রাধান্য।
পোশাক: টুয়েলভ, স্থান কৃতজ্ঞতা: স্টেক রিপাবলিক

খুঁত-এর স্বত্বাধিকারী ঊর্মিলা শুক্লা জানালেন, বসন্ত আর ভালোবাসা দিবস এবার একই দিনে হওয়ায় আয়োজনে থাকছে দুই উৎসবেরই ছোঁয়া। তরুণীরা পরতে পারেন লম্বা কাটের স্কার্ট। নিজেকে একটু ভিন্ন সাজে সাজাতে লাল, সাদা, মেরুন বা নীল স্কার্টগুলোর সঙ্গে টপসটাও হতে পারে একই বা বিপরীত রঙের। পাশাপাশি তাঁতের শাড়ি তো রয়েছেই। শাড়ির রঙে প্রাধান্য পেতে পারে বাসন্তী, হালকা হলুদ, গোলাপি, সবুজ বা সাদা। পুরুষেরা পরতে পারেন পাঞ্জাবি, সঙ্গে থাকতে পারে নানা রঙের প্যাচওয়ার্কের ঢোলা আরামদায়ক প্যান্ট।

অনলাইন দোকান ‘আর রহমান’-এর স্বত্বাধিকারী রিফাত রহমান জানান, সুতি বা শিফনের মতো আরামদায়ক কাপড়ে তৈরি ঢিলেঢালা কাটের জামাগুলোই এখন চলতি ধারা। তাই শাড়ি ছাড়াও কো-অর্ড, সালোয়ার স্যুট, লম্বা কাটের ম্যাক্সি ড্রেসে আরাম পাওয়া যাবে। পুরুষেরা একই রং যেমন পরতে পারেন, তেমনি বেছে নিতে পারেন বিপরীত রঙের পোশাক। টি–শার্ট, শার্ট কিংবা চিরায়ত বাঙালি পোশাক পাঞ্জাবি, যেটাই বাছা হোক না কেন, স্টাইলের ক্ষেত্রে শুধু নিজের আরামকে নয়, সঙ্গীর চাওয়াকেও প্রাধান্য দিন। আপনার সঙ্গী শাড়ি পরতে পছন্দ করলে অফিসের ব্যাগে নিয়ে নিতে পারেন একটি পাঞ্জাবি। অফিস শেষে ঘুরতে বের হওয়ার আগে চট করে পরে নিলেন।

সাজ

ত্বকের সঙ্গে মিলিয়ে হালকা সাজটাই এখনকার আবহাওয়ার জন্য মানানসই। অফিস শেষে যাঁরা ঘুরতে বের হবেন, তাঁদের জন্য রূপবিশেষজ্ঞ আফসানা পারভীনের পরামর্শ, অফিসে পোশাকের সঙ্গে মিলিয়ে মেকআপ হালকা করুন। অফিস থেকে বের হওয়ার আগে একটু ব্লাশন দিয়ে, উজ্জ্বল রঙের লিপস্টিক লাগাতে পারেন। চুল ছেড়ে দিতে পারেন। পোশাকের সঙ্গে মিলিয়ে গাঢ় করে কাজল পরতে পারেন। খোলা চুলে বা খোঁপায় তাজা ফুল জড়িয়ে সাধারণ সাজেই হয়ে উঠুন অসাধারণ।

সারা দিন বাইরে ঘোরার পরিকল্পনা থাকলে সাজ এবং পোশাক হতে পারে এমন।
পোশাক: সেইলর, স্থান কৃতজ্ঞতা: ক্যাফে কলম্বিয়া

যাঁরা বাসা থেকেই সেজে বের হবেন, ক্রিমভিত্তিক মেকআপের ধরন বেছে নিতে পারেন। বড় আর টানা চোখ হলে গাঢ় করে কাজল দিন। চোখ ছোট হলে আইলাইনার পরুন টেনে। মাসকারা লাগাতে ভুলবেন না। রাতে ঘুরতে বের হলে একটু ভারী মেকআপ করতেই পারেন। ক্যান্ডেল লাইট ডিনারে গেলে স্মোকি আই মেকআপে হয়ে উঠবেন শো-স্টপার!

দুজনের পোশাকের রং হতে পারে ভিন্ন
ছবি: কবির হোসেন

তবে পোশাক যা-ই হোক না কেন, কপালে পরে নিতে পারেন মানানসই একটা টিপ। সাজে আসবে ভিন্নমাত্রা। রিফাত রহমান জানান, গয়নায় আধুনিক এবং দেশীয়—দুই ঘরানাই এখন বেশ চলছে। চাইলে এ ধরনের গয়নাও পরতে পারেন। সকালে ঘুরতে বের হলে দুজনই সানস্ক্রিন লাগাবেন। ব্যবহার করুন সুন্দর সুবাসের কোনো সুগন্ধি আর ডিওডরেন্ট। সঙ্গীর সঙ্গে সারা দিন ঘোরাঘুরির পরিকল্পনা থাকলে সুতি বা ভিসকস কাপড়ের আরামদায়ক পোশাক পরুন। এ ধরনের কাপড় গরমেও আরাম অনুভূতি দেয়। বেশি সময় বাইরে থাকলে একটু ঢিলেঢালা কাটই বেছে নিন। আরামদায়ক পোশাককে প্রাধান্য দিন। পায়ে গলিয়ে নিন মানানসই, আরামদায়ক, টেকসই জুতা। গরম আর ধুলা থেকে বাঁচতে সঙ্গে রাখুন ওয়াইপস (ভেজা টিস্যু), মাস্ক, ছাতা আর পানির বোতল।