বার্বি সেজে কে এলেন, কে পরলেন শাড়ি, জর্ডানের রাজকীয় অতিথিদের দেখুন ছবিতে
জর্ডান রাজপুত্র হুসেইন বিন আবদুল্লাহ ও সৌদি আরবের স্থপতি রাজওয়া আল সাইফের বিয়ে হয় ১ জুন। একে তো রাজবাড়ির বিয়ে, তার ওপর ছেলে আবার জর্ডানের ভবিষ্যৎ বাদশা। তাই বিয়েতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন শতাধিক বিদেশি অতিথি। কারা ছিলেন রাজবাড়ির অতিথি? চলুন দেখে নিই