মেয়ে আথিয়া শেঠির বিয়ের সাজপোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। বাবা সুনীল শেঠিও কম যান না। বিয়ে শেষে সাংবাদিকদের সামনে আসলেন ভেস্টি পরে।
এটি একটি বড় কাপড়ের টুকরা, যা শরীরের নিচের অংশে মোড়ানো থাকে। তামিলনাড়ুতে ধুতির আরেক নাম ভেস্টি। অনেকটা সেলাইবিহীন লুঙ্গির মতোে। অন্যদিকে ডিজাইনার আবু জানি সন্দীপ খোসলার তৈরি আইভরি রঙের কুর্তা সেট পরেছিলেন কনের ভাই অহন শেঠি। সূক্ষ কাজের সামনের দিকে খোলা লম্বা জ্যাকেট আর শেরওয়ানি পরেছিলেন তিনি।
ভেস্টির সঙ্গে মিলিয়ে বেজ রঙের কুর্তা পরেছিলেন সুনীল শেঠি। পোশাকটিতে প্রকাশ পেয়েছে স্বাচ্ছন্দ্য আর আরাম। ভারতীয় ঐতিহ্যবাহী এই পোশাকের সঙ্গে ছিল কোলাপুরি স্যান্ডেল। গলায় পরেছিলেন ভারী পাথরের মালা। পুরো সাজটিতেই উঠে এসেছে এথনিক লুক। এই পোশাকে তাঁকে লাগছিলও দারুণ।
ভারতে ভেস্টি সাধারণত আনুষ্ঠানিক কোনো আয়োজন বা উৎসবে পরা হয়ে থাকে। খোলা কাপড়ের সীমানায় সরল একটি রং থাকে। তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উত্তর ও পূর্বে প্রধানত এটি পরতে দেখা যায়। অনেকটা ধুতির অনুরূপ। তবে ধুতির মতো কুঁচি থাকে না। বরং টানটান সোজাভাবেই পরা হয়। এটি ভারতের প্রাচীনতম পোশাকগুলোর মধ্যে একটি।