প্যারিস ফ্যাশন উইকে রানির বেশে মিথিলা

বলিউডের সিনেমায় অভিনয় করা বাংলাদেশি মডেল তানজিয়া মিথিলাকে কিছুদিন আগে দেখা গেল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। স্নেহার ‘সো দিস ইজ লাভ’ গানের তালে বুর্জ খলিফার সামনে ভিডিও বানিয়েছেন তিনি। তারপর সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

প্যারিস ফ্যাশন উইকে রানির বেশে মিথিলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এরপরই এল আসল চমক। দুবাই থেকে সোজা প্যারিস। উদ্দেশ্য, এ বছরের প্যারিস ফ্যাশন উইকের দ্বিতীয় আসরে নারীদের স্প্রিং–সামার সংগ্রহে অংশ নেওয়া। মহড়ার কয়েকটি ছবি আর ভিডিও প্রকাশ করেছেন প্রথম দিন। সেদিন মিথিলার পরনে ছিল কালো মিনিস্কার্ট, সাদা টপ আর লেদারের ওভারসাইজড ওভারকোট। ফরাসি টেকসই পোশাকের ব্র্যান্ড পিয়েতু কতুরের প্রধান ডিজাইনার ও মালিক থিয়েরি পিয়েতুর সঙ্গেও ছবি তোলেন মিথিলা।

থিয়েরি পিয়েতুর সঙ্গে মিথিলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এরপর আপাদমস্তক লাক্সারি ব্র্যান্ডের পোশাক আর অনুষঙ্গে প্যারিসের রাস্তায় দেখা দেন মিথিলা। পরনে ছিল ব্যালেন্সিয়াগার লেদার জ্যাকেট, চোখে কালো রোদচশমা আর পায়ে প্রাদার বুট জুতা।  

অনুশীলনে মিথিলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

শোয়ের দিন মিথিলার পরনে ছিল প্যারিসভিত্তিক পোশাকের ব্র্যান্ড পিয়েতু কতুরের লাল পালকের একটি গাউন। ফরাসি এই ব্র্যান্ডটি টেকসই পোশাক তৈরি করে। আপসাইকেল করা নানা উপাদানে তৈরি হয় গাউন। রাজকীয় এই গাউনের সঙ্গে মিথিলার মাথায় শোভা পেয়েছে অভিজাত লাল আর কালো পালকের মুকুট। বিশ্বের নানা দেশের মডেলরা অংশ নেন এই শোতে।

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী তানজিয়া মিথিলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বলিউডের ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের এই মডেল। তাঁর মাথায় উঠেছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’–এর মুকুট। বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নিয়েছেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায়।
২৬ সেপ্টেম্বর শুরু হয়ে ৪ অক্টোবর শেষ হলোপ্যারিস ফ্যাশন উইক ২০২২।