এই শাড়িগুলোর দাম ৩ লাখ থেকে ১২ লাখ
'রকি অউর রানি কি প্রেম কাহানি' সিনেমার সাফল্যের সঙ্গে জুড়ে রয়েছে বলিউডের তথা ভারতের তুমুল জনপ্রিয় লাক্সারি ডিজাইনার মনীষ মালহোত্রার সাফল্য। কেননা, সিনেমার নায়িকা আলিয়া ভাটের কস্টিউম ডিজাইন করেছেন তিনি। এই সিনেমা মুক্তির পর থেকেই বেড়ে গেছে মনীষের ডিজাইনার'স শাড়ি বিক্রি। অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে বড় পর্দার রানির, অর্থাৎ, সিনেমা আর সিনেমার প্রচারণার সময় আলিয়া ভাট যে শাড়িগুলো পরেছিলেন, সেগুলো বা সেগুলোর মতো শিফন আর চুমকির ক্ল্যাসিক শাড়ি। সুযোগ বুঝে একের পর এক এক শাড়ি আর ব্রাইডাল কালেকশন আনছেন মনীষ মালহোত্রা। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলোর কয়েকটি।