এই শাড়িগুলোর দাম ৩ লাখ থেকে ১২ লাখ

'রকি অউর রানি কি প্রেম কাহানি' সিনেমার সাফল্যের সঙ্গে জুড়ে রয়েছে বলিউডের তথা ভারতের তুমুল জনপ্রিয় লাক্সারি ডিজাইনার মনীষ মালহোত্রার সাফল্য। কেননা, সিনেমার নায়িকা আলিয়া ভাটের কস্টিউম ডিজাইন করেছেন তিনি। এই সিনেমা মুক্তির পর থেকেই বেড়ে গেছে মনীষের ডিজাইনার'স শাড়ি বিক্রি। অনলাইনে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে বড় পর্দার রানির, অর্থাৎ, সিনেমা আর সিনেমার প্রচারণার সময় আলিয়া ভাট যে শাড়িগুলো পরেছিলেন, সেগুলো বা সেগুলোর মতো শিফন আর চুমকির ক্ল্যাসিক শাড়ি। সুযোগ বুঝে একের পর এক এক শাড়ি আর ব্রাইডাল কালেকশন আনছেন মনীষ মালহোত্রা। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলোর কয়েকটি।

১ / ১১
সারা শরীরে চুমকি বসানো এই ক্ল্যাসিক শাড়িগুলো হঠাৎ করেই ট্রেন্ডে, ছবিতে মেড ইন হেভেন সিরিজে এলনাজ নরৌজি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১১
অনন্যা পান্ডের পরনের এই ইয়েলো শিফন শাড়িটির দাম কিন্তু বেশি নয়, মাত্র সাড়ে ৩ লাখ টাকার মতোন খরচ পড়বে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১
সাদা এই শাড়িটির ব্লাউজ তৈরি হয়েছে পালকে। এমন নকশাদার ব্লাউজের সঙ্গে শাড়িরআঁচল তুলে পরবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত
ছবি: মনীষ মালহোত্রা ডটইন
৪ / ১১
ওপরের শাড়িটির পেছনের লুক, দাম ৩ হাজার ১৩ ডলার বা ৩ লাখ ৩০ হাজার টাকা (প্রায়)
ছবি: মনীষ মালহোত্রা ডটইন
৫ / ১১
কারিনা কাপুরের পরনের এই ক্ল্যাসিক শাড়িগুলোর দাম কিন্তু বেশি না, ২ হাজার ৭০০ ডলার বা প্রায় ৩ লাখ টাকা থেকে শুরু করে ৫ লাখ টাকার ভেতর পেয়ে যাবেন এরকম একটি শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১১
জাহ্নবী কাপুরের হেলেঙ্গার আর্টিফিশিয়াল পার্ল বসানো টপটি দারুণ সমাদৃত হয় ফ্যাশনবোদ্ধাদের কাছে। এই ধরনের টপ হরহামেশা ব্লাউজ হিসেবে শাড়ির সঙ্গেও পরা হচ্ছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১
শাড়ির সঙ্গে জনপ্রিয়তা পাচ্ছে মুক্তার তৈরি ব্লাউজ ও বডি জুয়েলারি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১
ব্রাজিলিয়ান মডেল লেইস রিবেরির পরনের এই গাউন কাটের শাড়িটির দাম ১০ হাজার ৯০০ ডলার বা প্রায় ১২ লাখ টাকা, ক্রমেই বাড়ছে গাউন-শাড়ির চাহিদা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১১
শ্রদ্ধার পরনে যে পোশাকটি দেখছেন, সেটি কিন্তু শাড়ি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১১
এই মেরুন ভেলভেট ক্রিস্টাল শাড়িটির দাম ৬ হাজার ৪০০ ডলার বা ৭ লাখ টাকা (প্রায়)
ছবি: মনীষ মালহোত্রা ডটইন
১১ / ১১
মুক্তোর ব্লাউজ আর বেল্টের এই আইভরি স্লিট শাড়িটির দাম ৩ হাজার ৫৫৫ ডলার বা প্রায় ৪ লাখ টাকা
ছবি: মনীষ মালহোত্রা ডটইন
আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন