অস্কারে এবার তারকারা এলেন পুরোনো নকশার পোশাকে
কেট ব্লানচেট, কেন্ডেল জেনারের মতো কয়েকজন এবার পুরোনো সংগ্রহের পোশাকে সেজে এলেন
অস্কারের লালগালিচায় দেখা গেল টেকসই ফ্যাশনের একাধিক নমুনা। প্রথম সারির একাধিক তারকাই সংগ্রহে থাকা আগের পোশাক পরে লালগালিচায় হেঁটেছেন। এসব পোশাক পরে পৃথিবীর অন্যতম বড় লালগালিচার ওপর দাঁড়িয়ে তাঁরা যেন পরিবেশ নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তাই দিলেন।
কেট ব্লানচেট, কেন্ডেল জেনারের মতো কয়েকজন এবার টেকসই ফ্যাশনের দিকে গেছেন। অস্কারের জন্য লালগালিচায় কেট ব্লানচেট লুই ভিতোঁর সংগ্রহশালা থেকে একটি কালার ব্লক পোশাক পরে এসেছিলেন। ড্রেপিং করা নীল টপের কাঁধের অংশে প্যাড বসানো ছিল। সঙ্গে পরেছিলেন কালো স্কার্ট।
অভিনেত্রী রুনি মারা, ২০০৮ সালের আলেকজান্ডার ম্যাককুইনের বিখ্যাত ‘দ্য গার্ল হু লিভড ইন দ্য ট্রি’ সংগ্রহের শরৎ ও শীতকালীন সংগ্রহ থেকে একটি সাদা গাউন পরেছিলেন।
জঁ পল গলটিয়ে ব্র্যান্ডের বসন্ত ও গ্রীষ্মের ২০০৮ সালের সংগ্রহ থেকে একটি গাউন পরে এসেছিলেন মডেল কেন্ডাল জেনার। ২০০৮ সালে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার নেওয়ার সময় এই গাউনই পরেছিলেন মারিয় কোতিয়া। তবে পোশাকের নকশা এক থাকলেও রং বদলে চকচকে সোনালী ব্রোঞ্জকে বেছে নিয়েছেন কেন্ডাল। গয়না ছাড়াই সাজটি সম্পন্ন করেছিলেন তিনি।
অস্কারের ৯৫তম আসরের অতিথিদের ভিনটেজ পোশাক, অন্য অনুষ্ঠানে পরা পোশাক, ভাড়া করা গাউন, ফ্যাশন হাউসের আর্কাইভ থেকে সংগ্রহ করা পোশাক, প্রাকৃতিক উত্স থেকে প্রাপ্ত কাপড় ইত্যাদির দিকে যেতে উৎসাহিত করা হয়েছিল।
লালগালিচায় পরিবেশ-সচেতন ফ্যাশন আনতে ২০০৯ সাল থেকে টেনসেলের মতো সংস্থাগুলোর সঙ্গে অংশীদারত্বে কাজ করছে রেড কার্পেট গ্রিন ড্রেস (আরসিজিডি)। টেকসই বিষয়ে বিভ্রান্তি দূর করতে নির্দেশিকা তৈরি করা হয়েছে, যে কেউ সেটা অনুসরণ করতে পারবেন।