কেমন হলো গোল্ডেন গ্লোবের গ্রে কার্পেট
গতকাল ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে বসেছিল গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডের ৮০তম আসর। ২০২২ সালের সেরা অভিনেতা, অভিনেত্রীদের সমাগমে গমগম করছিল বেভারলি হিলটন হোটেল। সেখানের গ্রে কার্পেটে আলো ছড়িয়েছেন নামকরা সব তারকা। তাঁদের পরনে ছিল বাহারি সব পোশাকআশাক। সেখানকার সেরা ফ্যাশনগুলো দেখুন এখানে...