আম্বানিদের জন্য জামনগর কেন সৌভাগ্যের?

এই মুহূর্তে ভারতের কোন অঞ্চলটি সবচেয়ে বেশি আলোচনায় আছে জানেন, গুজরাটের জামনগর। ভারতের তো বটেই, ট্রাম্পকন্যা ইভাঙ্কা ট্রাম্প, স্ত্রীকে নিয়ে মার্ক জাকারবার্গ, বিল গেটস, সংগীত তারকা রিয়ানাসহ বিশ্বের একঝাঁক বড় তারকা এখন অবস্থান করছেন জামনগরে। ছোট পুত্রবধূকে ঘরে তুলতে চলেছেন ভারতের সবচেয়ে ধনীদের একজন মুকেশ আম্বানি। ১ থেকে ৩ মার্চ এই তিন দিন চলবে প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল। প্রথম রাতেই মাতিয়েছেন পপ তারকা রিয়ানা। তিন ঘণ্টার কনসার্টের জন্য কেবল রিয়ানার পারিশ্রমিকই ছিল প্রায় ৭০ কোটি টাকা।

মুকেশ আম্বানি ও অনন্ত আম্বানি
ছবি: এএফপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ওয়েড ইন ইন্ডিয়া (ভারতেই বিয়ে করুন)’ স্লোগানের সঙ্গে একমত হয়ে বিয়ের সব আয়োজন ভারতেই হবে। ভারতের নামকরা, ধনী ব্যক্তিত্ব আর বলিউড তারকাদের অনেকেই ভারতের বাইরে বিয়ের আয়োজন করেছেন। ফলে বিয়ের অনুষ্ঠানের খরচের অর্থ ভারতের অর্থনীতিতে যুক্ত হতে পারেনি। তাই মোদির ‘দেশের অর্থ দেশে রাখা’র এই আহ্বানে সাড়া দিয়ে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের সব আয়োজন ভারতেই হবে।

জামনগর অনন্ত আম্বানির দাদাবাড়ি। আবার মুকেশ আম্বানির মায়ের জন্মও জামনগরে। এই জামনগর থেকে তাঁদের পারিবারিক ব্যবসাও শুরু হয়েছে। তাই জামনগরকে সৌভাগ্যপূর্ণ মনে করেন আম্বানিরা। তাই এখান থেকেই বিয়ের আনুষ্ঠানিক আয়োজন শুরু হতে চলেছে। অনুষ্ঠানে অতিথিদের যাতায়াতের জন্য রাখা হয়েছে ভাড়া বিমান।

বাবা ও মায়ের সঙ্গে অনন্ত
ছবি: এএফপি

১ মার্চ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল জামনগর বিমানবন্দর। কেননা, বিয়ের আনুষ্ঠানিকতায় সেজে উঠেছে সমগ্র বিমানবন্দর। গোলাপি, কমলা আর নীল কাপড়ে ঢেকে ফেলা হয়েছে লাউঞ্জ। ভারতীয় ঐতিহ্য মেনে অতিথিদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে রাখা হয়েছে দুটি প্রদীপ। রাখা হয়েছে কোটি কোটি টাকার সুবিশাল পেইন্টিংও।

জামনগর এয়ারপোর্টে স্ত্রীকে নিয়ে ধোনি
ছবি: ইনস্টাগ্রাম থেকে

শাহরুখ খান, আমির খান, রজনীকান্ত, রণবীর কাপুর, আলিয়া ভাট, নীতু কাপুর, সালমান খান, মনীশ মালহোত্রা, মানুষি ছিল্লার, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, সাইফ আলী খান, কারিশমা কাপুর, অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, করণ জোহর, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, শ্রদ্ধা কাপুর, সংগীত তারকা অরিজিৎ সিং, অজয়-অতুল, দিলজিৎ দোসাঞ্জ—কেউ কি বাদ পড়ল? এককথায় বলিউড ইন্ডাস্ট্রির প্রথম শ্রেণির এমন তারকা খুঁজে পাওয়া দায়, যিনি এই বিয়েতে অংশ নিচ্ছেন না।

অন্দরের এক ঝলক
ছবি: ইনস্টাগ্রাম থেকে

১ মার্চ প্রথম দিনটাকে বলা হচ্ছে ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। এই দিনের ড্রেস কোড এলিগেন্ট ককটেল ড্রেস। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে নাম ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’। এদিনের ড্রেস কোড ‘জঙ্গল ফিভার’। ফলে আজ সবুজ রং, অ্যানিমেল প্রিন্ট—এগুলোই প্রাধান্য পাবে। যেটা কিনা জামনগরের প্রাকৃতিক পরিবেশেরই প্রতিনিধিত্ব করবে। আগামীকাল রয়েছে মূলত দুটি ইভেন্ট। একটার ড্রেস কোড ‘ক্যাজুয়াল চিক’। আর রাতের পার্টিতে সবাইকে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে অংশ নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

মা ও বাবার সঙ্গে রাধিকা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

কে এই রাধিকা?

আনুষ্ঠানিকভাবে আম্বানি বাড়ির ছোট পুত্রবধূ হতে চলা রাধিকাও ভারতের প্রতাপশালী শিল্পপতি, ওষুধশিল্পের টাইকুন বীরেন মার্চেন্ট ও শায়লা মার্চেন্টের কন্যা। তিনি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি অ্যাঙ্কর হেলথকেয়ারের পরিচালক হিসেবে কর্মরত। হবু শাশুড়ি নীতা আম্বানির মতো রাধিকাও ক্ল্যাসিক্যাল নাচে পারদর্শী। ২৯ বছর বয়সী রাধিকা ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

রাধিকা ও অনন্ত আম্বানি
ছবি: এএফপি

অন্যদিকে ২৮ বছর বয়সী অনন্ত আম্বানি রিলায়েন্সের এনার্জি ব্যবসা দেখভাল করেন। একই সঙ্গে তিনি বাবার কোম্পানিতে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। অনন্ত যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি থেকে স্নাতক করেছেন।