পার্টিতে গাউন আর যেখানে-সেখানে জিনস-টপ

মাত্র ১৮ বছর বয়সে চীনে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। এরপর তাঁকে নিয়মিত কাজে পাওয়া যায়নি। ধীরে ধীরে ব্যক্তিগত জীবন গুছিয়ে ব্যস্ততা বাড়িয়েছেন মডেলিংয়ে। ‘এমআর-৯: ডু অর ডাই’ দিয়ে বড় পর্দায় অভিষেক। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক এই মডেলের পছন্দ-অপছন্দ।
১ / ১১
বাংলাদেশের মডেলদের ভেতর একেবারে প্রথম দিকেই থাকবে জেসিয়া ইসলামের নাম। যদিও জেসিয়া কাজ করেন অল্প, বেছে বেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১১
৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই মডেল ছোট আর বড় পর্দায় দেখা দিলেও মডেলিং-ই তাঁর কাছে ‘মোর ইন্টারন্যাশনাল’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১১
নাচ আর র‍্যাম্পের বাইরে জেসিয়া ভালোবাসেন ক্রিকেট আর বাস্কেটবল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১১
পেশাদার কাজের বাইরে ফ্যাশন ডিজাইন নিয়ে স্নাতক করছেন জেসিয়া
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১১
দ্য স্ক্রিপ্ট ব্যান্ডের ‘হল অব ফেম’ আর জর্জ মাইকেলের ‘কেয়ারলেস হুইসপার’ তাঁর পছন্দের গান। বাংলা গানের ভেতর হাবিব ওয়াহিদের ‘দিন গেল’ তাঁর প্রিয় গান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১১
ঘুরে বেড়াতে ভালোবাসেন জেসিয়া। বিভিন্ন দেশে গিয়ে নতুন নতুন খাবার ট্রাই করা তাঁর শখ
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১১
বাংলাদেশের বড় ফ্যাশন আর বিউটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন জেসিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হওয়া এশিয়া মডেল ফেস্টিভ্যাল ২০২৩-এর মঞ্চে মডেল স্টার অ্যাওয়ার্ড উঠেছে জেসিয়া ইসলামের হাতে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১১
সঙ্গত কারণেই বহুবার শাড়িতে দেখা দিয়েছেন জেসিয়া। যদিও পশ্চিমা পোশাকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই মডেল। প্রিয় পোশাক, গাউন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১১
কোনো অনুষ্ঠানে বা পার্টিতে গেলে জেসিয়া গাউন পরতে ভালোবাসেন। এ ছাড়া জিনস-টপ তাঁর ‘গো টু ওয়্যার’। ক্যাজুয়াল পোশাকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১১
মাসে তিন থেকে চারবার হেয়ারকালার করান জেসিয়া। চুল খুব বেশি ড্যামেজড হলে পারলারে গিয়ে ট্রিটমেন্ট নেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১১
আলাদা করে ত্বক বা চুলের যত্ন নেওয়ার সময় পান না জেসিয়া। চুলে মাঝেমধ্যে তেল দেন। ঠিকমতো মেকআপ তোলেন। ত্বক পরিষ্কার রাখেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
আরও পড়ুন