‘একের ভেতর সব’ সুবিধা নিয়ে এল ইনফিনিটি মেগা মল

দেশে পারিবারিক শপিংয়ের জন্য তেমনই একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড ‘ইনফিনিটি মেগা মল’।

প্রতিবছরের মতো এবারও ঈদকে ঘিরে শপিং মলগুলোয় ক্রেতাদের উপচে পড়া ভিড়। সবারই চাওয়া থাকে, কেনাকাটাটা যেন হয় ঝামেলাহীন। দাম ও মানের পাশাপাশি পছন্দের পোশাকের সহজলভ্যতাও গুরুত্বপূর্ণ।

গত কয়েক বছরে বাংলাদেশে গড়ে উঠেছে মানসম্পন্ন বিভিন্ন দেশীয় ব্র্যান্ডের শপিং মল। ফলে কমেছে ক্রেতাদের বিদেশমুখিতা। দেশে পারিবারিক শপিংয়ের জন্য তেমনই একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড ‘ইনফিনিটি মেগা মল’।

২০০৯ সালে যাত্রা শুরু করা ইনফিনিটি মেগা মল বর্তমানে দেশের অন্যতম বৃহত্তম এবং পারিবারিক কেনাকাটার সুযোগসমৃদ্ধ একটি জায়গা। বলা যায় ‘একের ভেতর সব’। যেখানে আপনি শিশু থেকে শুরু করে সব বয়সীদের জন্য শপিং করতে পারবেন। এ ছাড়া রয়েছে ঘরের নিত্যপ্রয়োজনীয় পণ্য, বিভিন্ন ধরনের পুতুল, কসমেটিক অর্নামেন্টস, পারফিউম, ছেলে ও মেয়েদের বাহারি জুতা, হোম ডেকোর আইটেমস এবং খেলাধুলা সামগ্রীর বিশাল সম্ভার।

যাত্রার শুরু থেকেই দেশের সর্বস্তরের মানুষের লাইফস্টাইলে প্রয়োজনীয় সব পণ্যের পাশাপাশি তৈরি পোশাকের প্রয়োজন মিটিয়ে চলেছে ইনফিনিটি মেগা মল। ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহর ও জেলা সদরে তাদের ৪৩টি বড় শোরুম রয়েছে। সব শ্রেণির ক্রেতাদের সামর্থ্য বিবেচনায় পণ্যের দাম নির্ধারণ করেছে তারা। ইনফিনিটি মেগা মলের রয়েছে নিজস্ব ফ্যাশন ডিজাইনার, নিজস্ব উৎপাদন–ব্যবস্থা, খুচরা বিক্রয়-ব্যবস্থা ও আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণ-ব্যবস্থা। উল্লেখ্য, ইনফিনিটি মেগা মল, লুবনান, রিচম্যান ও অক্সিজেন লুবনান ট্রেড কনসোর্টিয়ামের অঙ্গপ্রতিষ্ঠান।

সারা দেশে লুবনান, রিচম্যান ও অক্সিজেনের নিজস্ব স্বতন্ত্র শোরুম রয়েছে। পাশাপাশি ক্রেতা সাধারণের চাহিদা অনুযায়ী এ তিনটি ব্র্যান্ডের সব পণ্য ইনফিনিটি মেগা মলের সব শোরুমেও পাওয়া যায়।

এ তিনটি ব্র্যান্ডের কালেকশনগুলোয় কী কী আছে আসুন জানা যাক—

পুরুষের ঐতিহ্যগত পোশাকের একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড লুবনান

লুবনান: পুরুষের ঐতিহ্যগত পোশাকের একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড লুবনান। রয়েছে পাঞ্জাবি, কোটি, শেরওয়ানি ও বরের জন্য নানা ধরনের পোশাক। লুবনান বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড। স্টাইলিশ, স্বতন্ত্র ও বাহারি ডিজাইনে দেশীয় উপাদানে তৈরি পুরুষদের জন্য পোশাকের বড় ভান্ডার। লুবনানের কালেকশনগুলো দেখতে ও অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন এই ওয়েবসাইট

আধুনিক রুচিশীল স্মার্ট পুরুষের বিভিন্ন অনুষঙ্গ ও পোশাকের নির্ভরযোগ্য ব্র্যান্ড রিচম্যান

রিচম্যান: আধুনিক রুচিশীল স্মার্ট পুরুষের বিভিন্ন অনুষঙ্গ ও পোশাকের নির্ভরযোগ্য ব্র্যান্ড রিচম্যান। এখানে পাওয়া যায় ফরমাল শার্ট, ব্লেজার, স্যুট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি–শার্ট, চিনো বা টুইল প্যান্ট, জিনস ও পারফিউম। রিচম্যানের কালেকশনগুলো দেখতে ও অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন এই ওয়েবসাইট

অক্সিজেন: ফ্যাশনেবল টিনএজারদের জন্য অক্সিজেন ব্র্যান্ডের রয়েছে বাহারি ডিজাইনের পাঞ্জাবি, প্রিন্টেড ফরমাল ও সেমি ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট ও টি–শার্ট। আর মেয়েদের ওয়েস্টার্ন টপস, কামিজ, কুর্তা, ওয়েস্টার্ন অর্নামেন্টস ও অ্যাক্সেসরিজ। টিনএজারদের ক্রয়ক্ষমতা বিবেচনায় রেখে দাম নির্ধারণ করা হয়েছে। অক্সিজেনের কালেকশনগুলো দেখতে ও অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন এই ওয়েবসাইটে

দেশজুড়ে ৫৪টি জেলায় ইনফিনিটি, রিচম্যান ও লুবনান—এ তিনটি ব্র্যান্ডের মোট ১৩১টি শোরুম রয়েছে। ব্র্যান্ডগুলোর প্রতিটি তৈরি পোশাক নিজস্ব কারখানায় স্বয়ংক্রিয় মেশিনে আন্তর্জাতিক মানদণ্ড মেনে প্রস্তুত করা হয়। সারা দেশে প্রতিষ্ঠানটির রয়েছে তিন হাজারের বেশি কর্মী। যাঁদের কর্মসংস্থানের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখছে প্রতিষ্ঠানটি। ইনফিনিটি মেগা মলের পণ্য পাওয়া যাবে আপনার নিকটস্থ আউটলেটে। ঘরে বসেও সব ধরনের সুবিধা এবং ফ্রি হোম ডেলিভারিতে ব্র্যান্ডগুলোর পণ্য কিনতে পারবেন ওয়েবসাইটে

ইনফিনিটি মেগা মলের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক খান বলেন, ‘ব্যস্ততম নাগরিক জীবনে নির্ঝঞ্ঝাটে সব ধরনের কেনাকাটার জন্য ইনফিনিটি মেগা মলের বিকল্প নেই। ইয়োর ফ্যামিলি শপিং ডেস্টিনেশন—এই স্লোগান নিয়ে দেশীয় সংস্কৃতি ও উন্নত জীবনব্যবস্থার সংমিশ্রণে ইনফিনিটি মেগা মলসহ অন্য ব্র্যান্ডগুলো ক্রেতাদের মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভবিষ্যতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমাদের সেবা কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।’

ইনফিনিটি মেগা মল থেকে অফলাইন ও অনলাইন দুইভাবেই শপিং করা যায়। অনলাইনে প্রথমবার অর্ডারে আপনি বিভিন্ন পণ্যে পাবেন ১০ শতাংশ মূল্যছাড়। দুই হাজার টাকার পণ্য অর্ডার করলে বাংলাদেশের যেকোনো প্রান্তে ডেলিভারি চার্জ ফ্রি। ঈদ উপলক্ষে বিভিন্ন পণ্যে রয়েছে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। তাই এই ঈদে আপনার পরিবারের সদস্যদের কেনাকাটার জন্য আস্থার নাম হতে পারে ইনফিনিটি মেগা মল।