ল্যাকমের দ্বিতীয় দিনে টেকসই ফ্যাশনের জয়জয়কার

আগুনের ফুলকি, ঝরনার ফুলকি, মিউজিক স্টেশন—এসব পেরিয়ে কিছু জায়গায় নানান রঙের আলো পড়তেই দেখা গেল মঞ্চ তৈরি, তৈরি মডেলরাও। মহামারিকালের স্থবিরতা পেরিয়ে, ডিজিটাল থেকে ফিজিক্যালে আসা এবারের ল্যাকমে ফ্যাশন উইকের আসর নানা দিক থেকেই অনন্য।

দীক্ষার আয়োজনে ছিল ট্রেন্ডি শাড়ি আর পাশ্চাত্য পোশাকের নানা ধারা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

দ্বিতীয় দিনে প্রায় প্রতিটি শো ছিল তারকাবহুল। উপচে পড়া ভিড়ে মুহুর্মুহু করতালিতে আলোর ঝলকানির মধ্যে বলিউড তারকারা দেখা দিয়েছেন শো স্টপার রূপে।

ডিজাইনারের সঙ্গে ডায়ানা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ছিলেন কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একাধিকবার অংশ নেওয়া ভারতীয় মডেল দীপা খোসলা, ‍বলিউড তারকা ডায়ানা পেন্টি, ম্রুণাল ঠাকুর, আইটেম সংয়ের ড্যান্সার, অভিনেত্রী ও বিগ বস বিজয়ী গহর খানসহ আরও অনেকে।

ডিজাইনারদের সঙ্গে কৃতি শ্যানন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ল্যাকমের প্রাঙ্গণজুড়ে আজ দ্বিতীয় দিনে টেকসই ফ্যাশন দিবস উদ্‌যাপিত হচ্ছে। তাই আজকের আসরে শুধুই ভারতের হস্তশিল্প, সাবেকি শিল্পকলা, হাতে বোনা তাঁতের ছড়াছড়ি। তবে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক ডিজিটাল প্রিন্ট, ডিজিটাল ইমেজ, প্লিটিং, ওয়েভিং। ডিজাইনেও আছে নিউইয়র্ক, প্যারিস আর লন্ডন ফ্যাশন উইকের মতো আন্তর্জাতিক ফ্যাশন উৎসবের সংগ্রহের ছোঁয়া।

উদযাপিত হয়েছে ঐতিহ্যবাহী সাবেকি শিল্পকলা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

‘এফডিসিআই (ফ্যাশন ডিজাইনিং কাউন্সিল অব ইন্ডিয়া) ল্যাকমে ফ্যাশন উইক ২০২২’–এর আজ দ্বিতীয় দিন। পাঁচ দিনের এই ফ্যাশন উৎসবের আজ ‘সাসটেইনেবল ফ্যাশন ডে’। ল্যাকমের দ্বিতীয় দিন শুরু হয় তিন ডিজাইনারের ব্যতিক্রমী আয়োজন দিয়ে। এই তিন ডিজাইনার হলেন দীক্ষা খান্না, স্বাতী কাপুর আর ঋদ্ধি জৈন।

শো স্টপার গহর খান
ছবি: ইনস্টাগ্রাম থেকে

দীক্ষার আয়োজনে ছিল ট্রেন্ডি শাড়ি আর পাশ্চাত্য পোশাকের নানা ধারা। হাতে বোনা সুতি, খাদি, চান্দেরি ব্যবহার করেছেন তিনি। তাঁর আয়োজনে নজর কেড়েছে ডেনিম শাড়ি, সুতোর বাহারি কাজ আর ব্লাউজের নানা প্যাটার্ন।

দ্বিতীয় দিনে পালিত হয় ‘সাসটেইনেবল ফ্যাশন ডে’
ছবি: ইনস্টাগ্রাম থেকে

এদিকে স্বাতী কাপুর ‘সাসটেইনেবল ডে’র কথা মাথায় রেখে রঙের ক্ষেত্রে প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছেন। বেদানা, গাজরসহ নানা ফলের রস ব্যবহার করেছেন তিনি তাঁর কালার প্যালেটের জন্য।

ল্যাকমে ফ্যাশন উইক ২০২২
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ডিজাইনার ঋদ্ধি জৈনর আয়োজনের পেছনে তিন বছরের পরিশ্রম লুকিয়ে আছে। তিনি জামদানি আর বাঁধনীর মধ্যে মেলবন্ধন ঘটিয়ে এক নতুন শিল্পকলা উপহার দিয়েছেন। তাঁর কালেকশন ল্যান্ডস্কেপ পেন্টিং দ্বারা অনুপ্রাণিত। ঋদ্ধির শাড়ির সম্ভার ছিল নজরকাড়ার মতো।

ম্রুণাল ঠাকুর
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ডিজাইনার প্রত্যুষ কুমার এদিন ল্যাকমের র‍্যাম্পে নিয়ে এসেছিলেন পুরুষ আর নারী ফ্যাশনপ্রেমীদের জন্য বাহারি স্ট্রিটওয়্যার। তাঁর আয়োজনে নারীদের জন্য ছিল শর্ট প্যান্টের সঙ্গে টিউব আর জ্যাকেট, শর্ট প্যান্ট আর নানা স্টাইলের টপ, শর্ট ওয়ান পিস। আর পুরুষদের সংগ্রহে ছিল ফুল আর শর্ট প্যান্টের সঙ্গে বাহারি জ্যাকেট। প্রত্যুষ ফেব্রিক হিসেবে ব্যবহার করেছেন জুট, খেস, সুতি।

শো শেষে ডিজাইনারদের সঙ্গে মডেলরা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ল্যাকমে ফ্যাশন উইকের গতকাল অর্থাৎ বুধবার রাত জমজমাট ছিল ডিজাইনার শান্তনু-নিখিলের চোখধাঁধানো প্রদর্শনে। এই দুই ডিজাইনার নিয়ে এসেছিলেন রাজকীয় কালেকশন। তাঁদের সম্ভার ঝলমল করে উঠেছিল হিরের কারুকাজে। বিয়ের পোশাকের বৈচিত্র্য নিয়ে এসেছিলেন তাঁরা। শুধু কনে নয়, সব বয়সী পুরুষ-নারীদের জন্য বৈচিত্র্যময় জমকালো পোশাক ছিল শান্তনু-নিখিলের সম্ভারে।

গুরুত্ব পেয়েছে টেকসই ফ্যাশন
ছবি: ইনস্টাগ্রাম থেকে

লেহেঙ্গা আর গাউনের বাহারি আয়োজন তাঁরা রেখেছিলেন। এই রাতে শান্তনু-নিখিলের ডিজাইন করা অফ হোয়াইট রঙের লেহেঙ্গা-চোলি পরে র‍্যাম্পে স্নিগ্ধতা ছড়িয়েছিলেন বলিউড তারকা কৃতি শ্যানন। এদিন অন্যান্য শোতে শো স্টপার হিসেবে ল্যাকমের র‍্যাম্প আলোকিত করেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, ডায়ানা পেন্টি, গহর খান।

বৈচিত্র্য ফ্যাশন সপ্তাহকে করেছে অনন্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে