শাড়িতে দশমী

মডেল : প্রিয়াম , শাড়ি: হ্যান্ডটাচ, গয়না: গ্লুড টুগেদার
ছবি : সুমন ইউসুফ

সাদা শাড়ি, লাল হাতাকাটা ব্লাউজ আর লাল টিপের আটপৌরে সাজ। নজর কাড়ছে হাতের মোটা বালা আর গলার মালার নকশা।

দশমীর সকালে সিঁদুর খেলার সময় এই সাজ তুলে ধরবে চিরায়ত আমেজ।

শাড়ি: হ্যান্ডটাচ

শাড়ির কুঁচির অংশটুকু শুধু চাঁপা সাদা, কোমর থেকে শুরু করে আঁচল হিসেবে কাঁধের ওপর দিয়ে যাওয়া অংশটুকু মেরুন।

 গলায় চোকার, কানে টপ, বেণিতে পূর্ণ হয়েছে সাজ।