বৃষ্টি আর চড়া রোদে সাজ কেমন হবে

সাজের সময় বেজ হালকা রাখাটাই এখন চলতি ধারা। বেজ হালকা রেখে চড়া রঙের লিপস্টিক, আইশ্যাডো ব্যবহার করলেও সাজে থাকে সহজাত, সতেজ ভাব।

এই গরমে আরাম দেবে হালকা সাজ।মডেল: শিরিন শিলা, সাজ: পারসোনা, পোশাক: কে ক্র্যাফট, ছবি: কবির হোসেন, সাজ: পারসোনা।

কিছুদিন পরপরই বদলায় সাজের ধারা। কখনো চড়া মেকআপের দিকে ঝোঁকেন সাজপ্রেমীরা, কখনোবা ফ্যাশনে থাকে হালকা সাজ। এই যেমন শীত আসার তিন-চার মাস বাকি, অথচ এখনই সবাই বেজ হালকা রেখে সাজছেন। এর সঙ্গে রাত বা দিন বুঝে বাকি মেকআপের ওপর প্রাধান্য দেওয়া হচ্ছে। ন্যুড মেকআপের ভেতরেও নানা কায়দায় ব্যবহার করা হচ্ছে রং। তবে বৃষ্টি আর চড়া রোদ আরও কিছুদিন থাকবে। তাই এমনভাবে সেজে বের হোন, যেন সব ধরনের পরিস্থিতিতেই সাজ সামাল দিতে পারেন।

কড়া রোদে শুভ্র সাজে

পোশাক: কে ক্র্যাফট, ছবি: কবির হোসেন

কড়া রোদে এর চেয়ে ভালো সাজ আর হতে পারে না। বেজ একদম হালকা রাখায় চেহারায় এসেছে সতেজ ভাব। চোখের ওপরে–নিচে হালকা বাদামি আইশ্যাডো ব্যবহার করা হয়েছে। লিপস্টিকেও রাখা হয়েছে ন্যুড শেড। গয়না নেই। খালি চোখে সাদামাটা লাগলেও এ ধরনের হালকা সাজে সাজতে গেলে কিন্তু মেকআপটা হতে হবে নিখুঁত। সাজ যত হালকা, চুলের ওপর কাজ তত বেশি। চুলের নিচের দিকে পুরোটাই কোঁকড়া করা হয়েছে। এরপর টুইস্ট করে কানের ওপরের দিকে এনে আটকানো। পোশাকের শুভ্র রং পুরো সাজে এনেছে স্নিগ্ধতা।

গোলাপি ব্লাশঅন

শাড়ি: টাঙাইল শাড়ি কুটির, ছবি: কবির হোসেন

সাজার সময় ভুরু জোড়াকে অনেকেই তেমন একটা প্রাধান্য দেন না। এতে অনেক ক্ষেত্রেই অসম্পূর্ণ রয়ে যায় চোখের সাজ। ভুরু আঁকার সময় খেয়াল রাখতে হবে, যেন দেখতে ভারী না লাগে। শুধু যদি কাজল আর মাসকারাও ব্যবহার করা হয়, তবু ভুরু জোড়া আঁকতে হবে সুন্দর করে। লিপস্টিকের সঙ্গে মিল রেখে এ সাজে বেছে নেওয়া হয়েছে ব্লাশন আর আইশ্যাডোর রং। গাঢ় নীল কাজলের রং নজর কাড়বে। গালজুড়ে ব্লাশন দেওয়ার ধারা এখন চোখে পড়ছে। সেই ধারাতেই সাজানো হয়েছে শিরিন শিলাকে।

রাতের সাজে

পোশাক: টাঙাইল শাড়ি কুটির, ছবি: কবির হোসেন

ন্যুড, কিন্তু জমকালো—এ সাজে এই দুটি দিকই লক্ষণীয়। বেজ একদম হালকা। চোখের ওপর–নিচে কাজল আর আইলাইনারের ব্যবহার লক্ষণীয়। হালকা গোলাপি রঙের আইশ্যাডো খুব কম পরিমাণে ব্যবহার করা হয়েছে। বরং ঠোঁটে চড়ানো হয়েছে চড়া গোলাপি লিপস্টিক। ব্লাশন একদম নেই বললেই চলে। মসলিনের শাড়ির সঙ্গে এ সাজে প্রাধান্য পেয়েছে বড় দুলের ব্যবহার।

লাল পোশাকে

পোশাক: সাফিয়া সাথিঁ, গয়না: অরণ্য, ছবি: কবির হোসেন

লাল পোশাকের সঙ্গে কী ধরনের সাজ মানানসই, এ বিষয়ে নানা মুনির নানা মত। বাদামি বা লাল রঙের লিপস্টিকই বেশি বেছে নেওয়া হয়। এখানেও গলার চোকার, পোশাকের রঙের সঙ্গে মিল রেখে লাল লিপস্টিকই জয়যুক্ত হয়েছে। চুল একদম ল্যাপটানো খোঁপায় নিপাটভাবে বাঁধা। কানে ছোট দুল।

ক্যাজুয়াল সাজে

পোশাক ও গয়না: অরণ্য, ছবি: কবির হোসেন

অনানুষ্ঠানিক জায়গায় এ ধরনের সাজ মানানসই। কুর্তার সঙ্গে মিলিয়ে বেছে নেওয়া হয়েছে গলার মালা। চুল আয়রন দিয়ে সোজা করা। পোশাকের সঙ্গে মিলিয়ে সাজে বাদামি রঙের প্রভাব বেশি।