মেট গালায় তারকারা কী পরে এলেন

আজ ৬ মে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত হয়ে গেল ফ্যাশন–জগতের সবচেয়ে জমকালো আয়োজন মেট গালা। একঝলকে দেখে নেওয়া যাক তারকাখচিত কিছু লুক। এ বছরের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’।

কোরিয়ার র‍্যাপার ও সংগীতশিল্পী জেনি কিম পরেছিলেন শ্যানেল ব্র্যান্ডের পোশাক। টেইলর কাটের পোশাকটিতে তুলে ধরা হয়েছিল তীক্ষ্ণ ও সুনিপুণ কাট। টাক্সিডো স্টাইলের পোশাকে মুক্তার সংযোজন, নাটকীয় কাটের ট্রেন—সবকিছু মিলিয়েই জেনি কিমের সাজ ছিল একেবারেই নিখুঁত
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ভারতের গুজরাটে জন্মগ্রহণকারী মোনা প্যাটেল ডালাস–ভিত্তিক উদ্যোক্তা ও সমাজসেবী। এ বছরের মেট গালায় তিনি এলেন কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত রোবোটিক কুকুর ভেক্টরকে নিয়ে। এআই অনুপ্রাণিত এই লুকের সাজপোশাক বানিয়েছে থম ব্রাউন। পুরুষদের ক্ল্যাসিক টাক্সিডো স্যুটের আদলে বানানো পোশাকটিতে সংযোজন করা হয়েছে করসেট ও ট্রেন। মোনা পাটেলের এই সাজে ভবিষ্যতের একটি ঝলকই যেন পাওয়া গেল
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
রিয়ানা এলেন নতুন ঘোষিত বেবিবাম্প নিয়েই। ক্রপ করা স্যুট টপ, পিন স্ট্রাইপ করা লম্বা স্কার্ট, পেছনে জ্যাকেট বাঁধা এবং পলকা ডট টাইটি ছিল মার্ক জ্যাকবসের। পোশাকের সঙ্গে মানানসই একটি টুপিও পরেছিলেন তিনি। রিয়ানা এসেছেন সবার শেষে। ফটোগ্রাফাররা তাঁর জন্য অপেক্ষায় ছিলেন। অবশেষে তিনি স্থানীয় সময় রাত ১০টায় এসে একধরনের সমাপ্তিই ঘোষণা করলেন মেট গালা কার্পেটের
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
এবারই মেট গালায় প্রথম পা রাখলেন কিয়ারা আদভানি। ডিজাইনার গৌরব গুপ্তার পোশাকে ভারতীয় এই অভিনেত্রী তাঁর বেবিবাম্পকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। অফ-শোল্ডার কালো গাউনের ওপর দস্তানার মতো জড়িয়ে ছিল হৃদয়ের মতো আকৃতির একটি সোনালি ব্রেস্টপ্লেট। সোনালি চেইনের মাধ্যমে পেটের কাছে এসে প্লেট দিয়ে বানানো আরেকটি হৃদয় আটকে দেওয়া হয়। অনেকটাই যেন কিয়ারার হৃদয়ের সঙ্গে সন্তান জুড়ে আছে অ্যাম্বিকাল কর্ড দিয়ে। ডিজাইনার গৌরব গুপ্তা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে এ লুকটি বিস্তারিত বর্ণনা করেছেন, যাকে তিনি ‘ব্রেভহার্টস’ বলেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
ফ্রান্সভিত্তিক ডিজাইনার অলিভিয়ে রুসটার পোশাক পরেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। পঞ্চমবারের মতো মেট গালায় হাঁটলেন তিনি। সঙ্গে ছিলেন স্বামী নিক জোনাস। পুরো সাজের মধ্য সবার দৃষ্টি আকর্ষণ করছিল ২৪১ দশমিক শূন্য ৬ ক্যারেটের পান্না দিয়ে তৈরি বুলগারি ব্র্যান্ডের নেকলেসটি
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
অভিনেত্রী জেন্ডায়া এই বছরের মেট গালায় লুই ভুঁতনের একরঙা ক্রিম স্যুট বেছে নিয়েছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
কিম কার্দাশিয়ান উপস্থিত হয়েছিলেন ক্রোম হার্টসের তৈরি একটি বডি হাগিং ব্ল্যাক লেদার ড্রেস পরে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
কেন্ডাল জেনার টরিশেজুর তৈরি মেঝেছোঁয়া ছাই রঙের স্কার্ট স্যুট পরেছিলে
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া
কাইলি জেনার কাস্টম ফেরাগামো পরেছিলেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া