এটিই নাকি বিশ্বের দ্রুততম জুতা
মার্কিন রোবোটিক ইনঞ্জিনিয়ারিং সংস্থা শিফট রোবোটিকসের দাবি, তারা তৈরি করেছে বিশ্বের দ্রুততম জুতা। এই জুতা পায়ে দিলে হাঁটার গতি বেড়ে যাবে ২৫০ শতাংশ। জুতাটার নাম দেওয়া হয়েছে ‘মুনওয়াকার্স শু’।
কোনো সাধারণ জুতা এটা নয়। কেননা, এটি পরিচালিত হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে। এ ছাড়া এখানে আছে ৩০০ ওয়াটের ইলেকট্রিক মোটর। প্রাথমিকভাবে এই জুতা তৈরির ধারণাটি এসেছে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কার্নেগি মেলন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা থেকে। এই জুতার ডিজাইন এসেছে স্কেট থেকে। স্কেটের মতোই এই জুতায় জুড়ে দেওয়া হয়েছে চাকা।
শিফট রোবোটিকসের ওয়েবসাইটে গত সপ্তাহে এই জুতার ঘোষণা দেওয়া হয়। সেখানে এই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘মুনওয়াকার্স কিন্তু স্কেট নয়। সত্যিকারের জুতা। বিশ্বের দ্রুততম জুতা। এই জুতায় পা গলিয়ে আপনাকে স্কেটিং করতে হবে না; বরং দিব্যি স্বাভাবিকভাবে হাঁটবেন। আপনাকে এই জুতা পরে হাঁটা শিখতে হবে না।’
এই জুতা এখনো বাজারে আসেনি। তবে শিগগরই পাওয়া যাবে যুক্তরাষ্ট্রের জুতার বাজারে। প্রাথমিকভাবে এরকম এক জোড়া মুনওয়াকার্সের দাম ধরা হয়েছে ১ হাজার ৩৯৯ মার্কিন ডলার বা ১ লাখ ৪১ হাজার ৮০০ টাকা।