শাড়িতে জেন্ডায়া, আঙুলে সেই রহস্যময় আংটি
মুম্বাইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের অভিনেত্রী জেন্ডায়া এসেছিলেন। নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে জেন্ডায়া বেছে নিয়েছিলেন ডিজাইনার ছিলেন রাহুল মিশ্রর তৈরি করা শাড়ি
জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গত ৩১ মার্চ মুম্বাইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন হলো। শাহরুখ, সালমান, আমির খান থেকে শুরু করে হালের বরুণ ধাওয়ান, রণবীর সিং—কমবেশি বলিউডের বড় তারকা সবাই ছিলেন। মুকেশ আম্বানির আমন্ত্রণ তালিকা থেকে হলিউডও বাদ যায়নি। এসেছেন জিজি হাদিদ, টম হল্যান্ড, পেনোলোপে ক্রুজের মতো তারকা। আর এত সব তারকার মাঝে চাঁদ হয়ে ফুটে উঠেছিলেন জেন্ডায়া।
অ্যাওয়ার্ড শো হোক বা ফ্যাশন, পশ্চিমে লালগালিচায় সবার এখন একটাই প্রশ্ন। জেন্ডায়া আসছে তো? জেন্ডায়াও আসেন, ক্যামেরার সামনে দাঁড়ান, হাসিমুখে পোজ দিয়ে চলে যান। আর জয় করে যান অগণিত ভক্তের মন। লালগালিচার রানী নামটা তো আর এমনি এমনি আসেনি।
মুম্বাইয়ে গালিচার রং ছিল অবশ্য গোলাপি। তাতে কী? ঠিকই দ্যুতি ছড়িয়েছেন জেন্ডায়া। কথায় আছে যস্মিন দেশে যদাচার। নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নিতে জেন্ডায়া তাই পোশাক হিসেবে বেছে নিয়েছেন শাড়ি। ডিজাইনার ছিলেন রাহুল মিশ্র। ভারতের এই বিখ্যাত নকশাকারও হতাশ করেননি, লালগালিচার রানীকে ঠিক যেভাবে গোলাপি গালিচায় উপস্থাপন করা দরকার, তার সবটাই করেছেন তিনি। রাহুল মিশ্রের নিজস্ব ডিজাইনে তৈরি শাড়িজুড়ে ছিল চুমকির কাজ। আর নিচের অংশে ছিল এমব্রয়ডারি করা ফুলের কাজ। পোশাকের ট্রেন অংশের পুরোটাই ছিল ফুলের কাজ। চুলের স্টাইল থেকে মেকআপ, পুরোটাই নিজে করেছেন জেন্ডায়া। ইনস্টাগ্রামে এক ভক্তকে নিজেই সে কথা জানিয়েছেন তিনি।
শাড়ির সঙ্গে গয়না হিসেবে এক হাতে ছিল স্বর্ণের বালা, অন্য হাতে রহস্যময় এক আংটি। গত জানুয়ারি থেকেই আংটিটি তাঁর সঙ্গী। অনুষ্ঠান বদলাচ্ছে, পোশাকের পর পোশাক বদলাচ্ছে কিন্তু আংটি আগের জায়গাতেই আছে। গুঞ্জন, এই আংটির দাতা প্রেমিক টম হল্যান্ড। ‘স্পাইডারম্যান’–খ্যাত অভিনেতার সঙ্গে চুপিসারে বাগদান করে ফেলেছেন তিনি। যদিও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেননি কেউই। কিন্তু মিডিয়া পাড়ায় গুঞ্জন বেশ শক্ত।
মুম্বাইয়ের গোলাপি কার্পেটে জেন্ডায়ার সঙ্গী ছিলেন দীর্ঘদিনের বন্ধু ও ব্যক্তিগত স্টাইলিস্ট ল রোচ। অস্কারের পরপর ফ্যাশন ইন্ডাস্ট্রি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তিনি, তা সত্ত্বেও জেন্ডায়া কিন্তু তাঁকে ছাড়েননি। অভিষেকের পর থেকে এখন পর্যন্ত রোচই তাঁর স্টাইলিস্ট। মুম্বাইয়ের অনুষ্ঠানে শাড়ি পরার বুদ্ধিটাও তাঁরই। রাহুল মিশ্রকে শাড়ি বানানোর কাজে পূর্ণ সহায়তা করেছেন তিনি। তাঁকেও রাহুল মিশ্রের তৈরি এমব্রয়ডারি করা কালো এক শেরওয়ানিতে দেখা গিয়েছে।
অন্যদিকে কালো টাক্সিডোতে হাজির হয়েছিলেন স্পাইডারম্যান–খ্যাত অভিনেতা টম হল্যান্ড। যদিও গোলাপি কার্পেটে দুজনকে একসঙ্গে দেখা যায়নি। তবে মুম্বাইয়ে আগমন থেকে শুরু করে অনুষ্ঠান পর্যন্ত সব জায়গাতেই দুজনকে একত্রে দেখা গিয়েছে। আর এসবই দুজনের বাগদানের গুঞ্জনকে আরও পোক্ত করল।