বিয়ের সাজে চুলের গয়না
বিয়ের সাজে এ বছর সবচেয়ে বেশি বদল এসেছে চুলের গয়নায়। কনের চুলের সাজে ফিরেছে সাবেকি আমলের একাধিক গয়না। খোঁপায় সাবেকি ধাঁচের কাঁটা ছাড়া যেন অসম্পূর্ণ থেকে যাচ্ছে হবু বউয়ের বিয়ের সাজ। অনেকেই হেডব্যান্ডের মতো করে পাথর আর চুমকি পুঁতির ব্যান্ড পরছেন। তাতে একদিকে যেমন সামনের অবাধ্য ‘বেবি হেয়ার’গুলোকে সামলে রাখা যাচ্ছে, অন্যদিকে স্টাইলও হচ্ছে। একটু কোঁকড়া বা আধা কোঁকড়া চুল আলতো হাতে পেছনে খোঁপা করে সেখানে ফুলের সঙ্গে জায়গা করে নিচ্ছে ধাতব গয়না। আবার বিয়ের যেকোনো এক আয়োজনে চুল বেণি করে তার ভেতরে গুঁজে দেওয়া হচ্ছে ধাতব গয়না। এখানে রইল কনের ভিন্ন ভিন্ন কয়েকটি চুলের সাজ।
এক গয়নাতেই সাজ শেষ! বিশাল আকারের এই গলার গয়নার পরে কনের আর বাড়তি কিছুই পরার দরকার নেই। তাই কানে ছোট্ট একটা দুল আর মাথার মাঝখানে একটা বড় টিকলি। কেউ চাইলে এটাকে টায়রা হিসেবেও পরতে পারেন। এমন গয়নার দাম পড়বে তিন থেকে চার হাজার টাকা।
বেশ কয়েক ধরনের গোলাকার হেডব্যান্ড–জাতীয় গয়না বাজারে এনেছে গ্লুড টুগেদার। এমন গয়না পরে শাড়ির সাজে বোহেমিয়ান লুক আনতে পারেন কনে। নাকের নথ থেকে হাতের বাজু, গলা ও কানের গয়নায় একধরনের সামঞ্জস্য এনেছে চুলের গয়না। কেউ কেউ রুপা দিয়েও তৈরি করেন এমন গয়না। সে ক্ষেত্রে খরচ একটু বেশি পড়ে।
পুঁতির সঙ্গে পাথর ও ধাতব নকশায় তৈরি এই গয়নাও কনের লুকে বৈচিত্র্য আনবে। এই গয়নাগুলোর সুবিধা হলো বিয়ে-পরবর্তী সময়ে গলায়ও এগুলো পরা যাবে। কনে এখানে যেহেতু স্টাইল করে একটা গলাবন্ধ ব্লাউজ পরেছেন, তাই গলায় আলাদা করে গয়না রাখা হয়নি। বরং হাতেই পেঁচিয়ে দেওয়া হয়েছে একটি গয়না।
সিক্স ইয়ার্ডস স্টোরির ডিজাইনার ও স্বত্বাধিকারী লোরা খান জানান, মূলত তিন ধরনের মাথার গয়না বাজারে এনেছেন তাঁরা। এর ভেতর সবচেয়ে জনপ্রিয় হলো খোঁপার কাঁটা। হেডব্যান্ড আর মুকুটের মাঝামাঝি একটা গয়নাও তাঁরা বাজারে এনেছেন। সেটা খোলা চুলের সঙ্গেও বেশ মানানসই। এ ছাড়া বেণির ভাঁজে ভাঁজে আটকানো গয়নাগুলোও চলছে। এই গয়নাগুলো কেবল বিয়ের মতো জমকালো আয়োজনেই পরা হয় বেশি। এগুলো সোনা বা রুপা দিয়েও তৈরি করছেন কেউ কেউ। তবে বেণির এই গয়নাগুলো তামা দিয়েই বানায় সিক্স ইয়ার্ডস স্টোরি। কেননা এগুলো সাধারণত একবারই পরা হয়, সেটা বিয়ের কনের সাজে। সিক্স ইয়ার্ডস স্টোরির খোঁপার কাঁটার দাম দেড় থেকে ২ হাজার টাকা। বেণিতে আটকানো গয়নাগুলোর প্রতিটির দাম ৩০০ টাকা। ক্রাউনের দামই সবচেয়ে বেশি—১২ থেকে ১৫ হাজার।
বিয়ের সাজে ভিন্নতা আনতে অনেকেই পরছেন ক্রাউন আর হেডব্যান্ডের ফিউশন করে তৈরি একধরনের চুলের গয়না। চেইনের সমন্বয়ে করা এই গয়না ছোট-বড় সব চুলেই পরা যাবে। গলায় চোকার, কানে দুল আর হাতে রতনচূড়ের সঙ্গে খোলা চুলের ওপরের দিকে এই গয়নাতেই শেষ কনের সাজ।
স্থান কৃতজ্ঞতা: ক্যানভাস স্টুডিও