রুনা লায়লাকে যে সম্মান দিলেন ডিজাইনার সব্যসাচী

কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা
ছবি : রুনা লায়লার ফেসবুক থেকে নেওয়া

বেশ কয়েক বছর ধরেই বলিউডে বিয়ে মানেই সব্যসাচী। বিয়ের কনে বা বরের বেশে সাধারণ থেকে তারকা সবারই এক নম্বর পছন্দ এই বাঙালি ডিজাইনার। চলতি বছরের এপ্রিলে ভারতের মুম্বাইয়ে নতুন স্টোর চালু করেছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। আর এরই মধ্যে সেই স্টোর হয়ে উঠেছে ফ্যাশনিস্তাদের অন্যতম গন্তব্য। ২৫ হাজার বর্গফুটের এই নতুন দোকানটি তিনতলা। যেখানে অসংখ্য ঝাড়বাতি, চিত্রকর্ম, কার্পেট আর শোপিসে সাজানো প্রতিটি কোনা। বাংলাদেশি কেউ যদি এই দোকানে যান, তাহলে গর্বে তাঁর বুকটা ভরে উঠবে। কেন জানেন?

হাতাকাটা ব্লাউজ, ক্রপড চুলের রুনা লায়লা কানে পরেছেন চান্দবালির গয়না
ছবি : রুনা লায়লার ফেসবুক থেকে নেওয়া

কারণ, বাংলাদেশি এক তারকাকে ছোটবেলা থেকে স্টাইলিশ হিসেবে মনের মধ্যে লালন করতেন বিখ্যাত এই ডিজাইনার। মুম্বাইতে চালু হওয়া ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে সেটাই এবার সবাইকে জানানোর ব্যবস্থা করেছেন তিনি। অসংখ্য দামি চিত্রকর্ম আর ডেকোরেশন পিসের ভেতর দেয়ালে ‘টু উইমেন’ শিরোনামে একটা ফলক ঝুলিয়েছেন তিনি। সেখানে দুই নারীর কথা বলেছেন সব্যসাচী। যাঁর একজন তাঁর মা, আরেকজন এই উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

নিজের মা ও রুনা লায়লাকে নিয়ে এই ফলকে স্মৃতিচারণা করেছেন সব্যসাচী
ছবি : রুনা লায়লার ফেসবুক থেকে নেওয়া

ফলকে বাংলাদেশের এই সংগীত তারকাকে নিয়ে স্মৃতিচারণা করতে গিয়ে ছোটবেলায় ফিরে গেছেন সব্যসাচী। যখন রুনা লায়লার ভক্ত হিসেবে সব্যসাচী মুখোপাধ্যায় তাঁর কড়া বাবার কাছ থেকে ১০ মিনিটের জন্য দূরদর্শন (ভারতীয় টিভি চ্যানেল) দেখার অনুমতি পেতেন। রুনা লায়লার গাওয়া ‘দমাদম মাস্ত কালান্দার’ শোনার জন্য এই ১০ মিনিটই যথেষ্ট ছিল সব্যসাচীর কাছে।

চলতি বছরের এপ্রিলে ভারতের মুম্বাইয়ে নতুন স্টোর চালু করেছেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়
ছবি : রুনা লায়লার ফেসবুক থেকে নেওয়া

কালো ও সোনালি শাড়ির সঙ্গে হাতাকাটা ব্লাউজ, ক্রপড চুলের রুনা লায়লা তখন দ্যুতি ছড়াতেন তাঁর চান্দবালি গয়নায়। এই লুক সে সময় যেন একান্তই রুনা লায়লার ট্রেডমার্ক হয়ে উঠেছিল। আর গানের পাশাপাশি তাই সব্যসাচী রুনা লায়লার ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে ফিরিয়ে এনেছেন সেই চান্দবালি, যা এরই মধ্যে একাধিক বলিউড তারকাকে পরতে দেখা গেছে।

সব্যসাচী রুনা লায়লার ফ্যাশন থেকে অনুপ্রাণিত হয়ে ফিরিয়ে এনেছেন এই চান্দবালি গয়না
ছবি : রুনা লায়লার ফেসবুক থেকে নেওয়া

এত কিছু হঠাৎ সামনে এসেছে ফেসবুকে দেওয়া রুনা লায়লার একটি পোস্টের পর, যেখানে ভক্তরা লাভ, লাইক আর বিস্ময় ইমোজিতে ভরিয়ে তুলছেন। বিষয়টি নিয়ে প্রথম আলোর পক্ষ থেকে জানতে চাওয়া হয় রুনা লায়লার কাছে। তিনি বলেন, ‘সব্যসাচী যে আন্তর্জাতিকভাবে জনপ্রিয় এক মেধাবী ডিজাইনার, এটা সবাই মানেন।

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়
ছবি: হারপার বাজার

আর সে যে আমার গানের ভক্ত, এ কথা আগে থেকেই জানি। সব্যসাচীর সঙ্গে বিভিন্ন সময় কথাও হয়েছে। তবে এবার সে চমকে দিয়েছে আমাকে। দুদিন আগে সে আমাকে জানাল, তার মুম্বাই স্টোরে সে একটি ফলক লাগিয়েছে। সেই সঙ্গে আমার চান্দবালির অনুপ্রেরণায় বানিয়েছে গয়না। তারপর সে ছবি তুলে পাঠালও আমাকে। বিষয়টি আমার জন্য সম্মানেরই। সব্য নিজে কথাবার্তায় খুবই সিম্পল, তবে তার কাজের মাধ্যমে সে নিজের প্রতিভার জানান দিচ্ছে।’