জন্মের আগে তৈরি হওয়া পোশাক পরে মেট গালা মাতালেন তিনি, সঙ্গে দেখুন আরও তারকার নজরকাড়া উপস্থিতি
ফ্যাশনসচেতনদের জন্য মেট গালা এক স্বপ্নের নাম। বছরের সেরা সব ফ্যাশন ডিজাইনার সেরা তারকাদের তৈরি করেন মে মাসের প্রথম সোমবারের জন্য। যুক্তরাষ্ট্রের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টসে বসে মেট গালার আসর। এবারও তার ব্যতিক্রম হয়নি। হলিউড, বলিউডের নামকরা তারকারা ছুটে এসেছেন নিউইয়র্কে, নিজেদের স্টাইলে দুনিয়াকে মুগ্ধ করতে। মেট গালার এবারের আসরের প্রধান উপজীব্য জার্মান ফ্যাশন ডিজাইনার কার্ল লাগেরফেল্ড। শ্যানেল ও ফেনদির বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মৃত্যুবরণ করেছেন ২০১৯ সালে। তাঁর বেশির ভাগ ডিজাইনেই রং থাকত মাত্র দুটি—সাদা আর কালো। এবারের মেট গালা তাই মেতেছিল সাদা-কালোর উৎসবে। তারকাদের চোখধাঁধানো পোশাকগুলো দেখে নেওয়া যাক একনজরে।
আলিয়া ভাট
এ বছরই প্রথম মেট গালায় দেখা মিলল আলিয়া ভাটের। নেপালি ফ্যাশন ডিজাইনার প্রবাল গুরুংয়ের তৈরি পোশাকে মেট গালা মাতিয়েছেন এই বলিউড তারকা। ক্লডিয়া শিফারের গায়ে ওঠা ১৯৯২ সালের শ্যানেল ব্রাইডাল কালেকশন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে গাউনটি। এক লাখ মুক্তার কাজ করা এই পোশাক পুরোটাই তৈরি হয়েছে ভারতে।
প্রিয়াঙ্কা চোপড়া
স্বামী নিক জোনাসের সঙ্গে মেট গালার লালগালিচায় হাজির হয়েছিলেন আরেক বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রিয়াঙ্কা ছিলেন আলিয়ার ঠিক উল্টো। ইতালীয় ফ্যাশন কোম্পানি ভ্যালেন্তিনোর তৈরি কালো হাই স্লিট গাউনে আবির্ভূত হয়েছিলেন প্রিয়াঙ্কা। ভ্যালেন্তিনোর গাউনটিতে আছে প্লাঞ্জ স্কোয়ার নেকলাইন, কাঁধের এক পাশে প্লিটেড ডিটেইলিংয়ের কাজ। সঙ্গে ছিল ১১ দশমিক ৬ ক্যারেট হীরার নেকলেস। স্ত্রীর সঙ্গে সামঞ্জস্য রেখে নিক বেছে নিয়েছিলেন কালো ওভারসাইজড লেদার ব্লেজার, সঙ্গে ছিল বুলগারি স্নেক টাই।
জেরেমি পোপ
জার্মান ডিজাইনার কার্ল লাগারফেল্ডকে উৎসর্গ করা পোশাক পরেছিলেন অভিনেতা জেরেমি পোপ। এই মার্কিন অভিনেতার পোশাকের সঙ্গে ছিল বিশাল এক গাউন। আর সেই গাউনে ছিল কার্লের মুখাবয়ব।
সেরেনা উইলিয়ামস
এবারের আসরের সবচেয়ে বড় চমক হয়ে এসেছিলেন সেরেনা উইলিয়ামস। না, পোশাকে নয়, বরং তাঁর ঘোষণাতেই ছিল সেই চমক। দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন মার্কিন টেনিস তারকা। স্বামী অ্যালেক্সিস ওহেনিয়ানের সঙ্গে হাজির হয়েছিলেন সেরেনা। পরনে ছিল গুচির তৈরি সাদা-কালো গাউন।
বিলি আইলিশ
মার্কিন গায়িকা বিলি আইলিশ হাজির হয়েছিলেন আইরিশ ফ্যাশন ডিজাইনার সিমিওন রোচার তৈরি করা কালো গাউনে। শুধু বিলি আইলিশের জন্যই আলাদাভাবে তৈরি করা হয়েছে গাউনটি। মজার ব্যাপার হলো, এর আগে অন্য কারও জন্য আলাদা করে পোশাক বানাননি রোচা। বোঝাই যাচ্ছে, বিলির জন্য কতটা যত্ন নিয়ে তৈরি করা হয়েছে পোশাকটি।
ডুয়া লিপা
ইংরেজ–আলবেনীয় গায়িকা ডুয়া লিপা ছিলেন এবারের আসরের সহসভাপতি। আসর মাতাতে বিন্দুমাত্র ভুল করেননি তিনি। তাঁর পরনে যে পোশাকটি দেখা গেছে, সেটি ছিল ক্লডিয়া শিফারের ১৯৯২ সালের শ্যানেল ফল কালেকশনের অংশ। ২১ বছর আগের সেই পোশাকেই মেট গালা কাঁপিয়েছেন ডুয়া লিপা। মজার ব্যাপার হলো, এই পোশাক যখন তৈরি হয়, ডুয়া লিপা তখন পৃথিবীতেই আসেননি।
ফ্লোরেন্স পিউ
হলিউডে ফ্যাশন আইকন হয়ে উঠছেন তরুণ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। ‘ব্ল্যাক উইডো’খ্যাত এই তারকার মেট গালা অভিষেক ছিল এ বছর। আর প্রথম বছরেই নজরকাড়া লুকে হাজির হয়েছিলেন তিনি। বাজ কাট হেয়ারস্টাইলের সঙ্গে ছিল স্ট্র্যাপলেস সাদা গাউন। তবে নজর কেড়েছে তাঁর মাথার মুকুট। কালো ফুলের ডিজাইনে তৈরি এই লম্বা মুকুট ছিল এবারের আসরের অন্যতম আকর্ষণ।
অ্যানা উইন্টোর
মেট গালার উপস্থাপক ও বিখ্যাত ম্যাগাজিন ভোগের প্রধান সম্পাদক অ্যানা উইন্টোর বরাবরের মতোই হাজির হয়েছেন প্রথা ভেঙে। শ্যানেলের তৈরি করা ডিজাইনার পোশাকে হাজির হয়েছিলেন তিনি। গুঞ্জন আছে, ব্রিটিশ অভিনেতা বিল নাইয়ির সঙ্গে মন দেওয়া–নেওয়া হয়েছে তাঁর। আসরে বিলের বাহুডোরেই ছিলেন অ্যানা।
মার্গট রবি
জুনে মুক্তি পেতে চলেছে এ বছরের বহুপ্রতীক্ষিত সিনেমা ‘বার্বি’। সবাই ভেবেছিল, সিনেমার প্রধান অভিনেত্রী মার্গট রবি অন্তত বার্বির মতো সেজে তাক লাগিয়ে দেবেন মেট গালায়। তাক লাগিয়েছেন বটে, কিন্তু বার্বি সাজে নয়; বরং অস্ট্রেলীয় অভিনেত্রীর পরনে ছিল শ্যানেলের ১৯৯৩ স্প্রিং কালেকশনের কালো কর্চার।
মেকেলা কোয়েল
এবারের আসরের আরেক সহসভাপতি মেকেলা কোয়েলও হাজির হয়েছিলেন প্রথা ভেঙে। সাদা-কালো নয়, জমকালো আসরের জন্য তাঁর পছন্দ ছিল জমকালো পোশাক। ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড শিপারেল্লির তৈরি করা সোনায় মোড়ানো কর্চারে হাজির হয়েছিলেন তিনি। ১ লাখ ৩০ হাজারের বেশি ক্রিস্টাল ও পাথরের সমন্বয়ে পোশাকটি তৈরি করেছেন নকশাকার জর্জিয়া মেডলি।