জেনিফার লোপেজের ভক্তদের জন্য আজ একটা খুশির দিন। অবশেষে বয়সের ক্যালেন্ডারে ৫২তে দাঁড়িয়ে চতুর্থবারের মতো বললেন, ‘আই ডু’। জীবনের নানা অলিগলি, মোড় পেরিয়ে ২০ বছরের পুরোনো প্রেমিক বেন অ্যাফ্লেককেই বিয়ে করলেন জেনিফার লোপেজ। মজার বিষয় হলো, পুরোনো সাদা মিনি ড্রেসেই বিয়ে সেরেছেন তিনি।