বিয়েতে কেন সোনার গয়নাই পরতে হবে? দেখুন কিছু বিকল্প...

মডেল : নাজিফা তুষি
ছবি : কবির হোসেন

চলছে বিয়ের মৌসুম। যাঁদের বাড়িতে বিয়ের আয়োজন চলছে, স্বর্ণের দাম বাড়ায় তাঁদের অনেকেই নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছেন। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে খরচ পড়ছে ৯৩ হাজার ৪২৯ টাকা। তবে বিয়ের কনেকে যে ভারী ভারী সোনার গয়নাতেই সাজতে হবে, এমন কোনো কথা নেই। বদলে গয়নার বাজারে এখন দেখা যায় সোনালি, রুপালি আর মেটালের নানা নকশার গয়না। কনেকে আকর্ষণীয় সাজে সাজিয়ে তুলতে এসব গয়নারও জুড়ি মেলা ভার। আর এসব গয়নার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর নকশা। নান্দনিক এসব নকশা কখনো কখনো সোনার গয়নাকেও ছাড়িয়ে যায়। আর দামটাও থাকে একেবারেই হাতের নাগালে।

চলুন দেখে নেওয়া যাক, সোনার গয়না ছাড়াই এমন কিছু বউ সাজ।

মডেল : নাজিফা তুষি
ছবি : কবির হোসেন

মাথায় মেটালের ব্যান্ড পাটি, গলায় পাথরের নকশা হার আর সীতাহার দুটোই আছে। ঝুমকা বালা আর গোল টানা নথে স্বর্ণ ছাড়াই পরিপূর্ণ কনে সাজ।

মডেল : নাজিফা তুষি
ছবি : কবির হোসেন

মোটা সুতার মালার ওপর মেটালের নকশায় তৈরি হয়েছে কনের গলার হার। মাঝ সিঁথিতে টিকলি আর এক গোছা চুড়িতে পূর্ণ কনে সাজ।

মডেল : নাজিফা তুষি
ছবি : কবির হোসেন

জামদানি নকশার মেটালের গয়না। এমন রুপালি গয়নাও এখন বেছে নিচ্ছেন কনেরা।

জমকালো গয়নায় জমকালো কনে সাজ। তবে জানেন কি, স্বর্ণের মতো দেখতে পুরো এ গয়নার সেটটির দাম মাত্র ৮ হাজার টাকা।

এই সময়ে কনে সাজের ধারায় এমন গয়নাই বেশি চলছে। আর এসব গয়না কনেকে যে অনন্য চেহারা দেয়, কোনো অংশেই তা সোনার গয়নার চেয়ে কম নয়।