সাফিয়া সাথীর ওয়েডিং কালেকশনের জন্য কটন সিল্কে তৈরি করা হয়েছিল এই পাঞ্জাবি। এটিতে হ্যান্ড ডাইয়ের ফ্যাব্রিকের কাজ করা রয়েছে। ছিল মাল্টিকালার সুতার এমব্রয়ডারি কাজ।
কনে মেহের আয়াত জেরিন পরেছিলেন ঐতিহ্যবাহী বেনারসি। তবে সেটি সাফিয়া সাথীর ডিজাইনের নয়। কনের শাড়ির সঙ্গে মিলিয়ে যে শাল পরেছিলেন ইমরান, সেটি সিল্কের কাপড় দিয়ে তৈরি করে দিয়েছিলেন সাফিয়া। মেরুন রঙে তৈরি এই সিল্কের শালেও ছিল সুতা দিয়ে হ্যান্ড এমব্রয়ডারির কাজ।
সাফিয়া সাথী জানালেন, মাত্র ৪ দিন সময় পেয়েছিলেন, ‘সময় খুব কম থাকায় ইমরান ভাইয়ার জন্য কাস্টমাইজড পোশাক বানানোর সময় পাইনি। আমার শোরুম থেকেই তিনি একটি শেরওয়ানি পছন্দ করেন। পরে সেটি তাঁর মাপ অনুযায়ী তৈরি করে দিই।’