ফ্যাশনধারায় মুক্তা কখনো পুরোনো হয় না

মুক্তার উৎস যেমন ভিন্ন হয়, তেমনি রং, দীপ্তি এবং আকার-আকৃতিও হয় বৈচিত্র্যময়
ছবি : নকশা

প্রকৃতির কোলে বেড়ে ওঠা মুক্তা দুর্লভ। দামটাও সাধারণের নাগালের বাইরে। মানুষ তাই বের করেছে মুক্তা চাষের উপায়। সমুদ্র কিংবা নদীর জলে চাষ করা মুক্তা অর্থাৎ কালচারড পার্ল কিন্তু কৃত্রিম মুক্তা নয়, এগুলোও প্রাকৃতিক। এই মুক্তাও ঝিনুকের ভেতরই গড়ে ওঠে। নদীতে চাষ করা মুক্তার দাম তুলনামূলক কম। মুক্তার উৎস যেমন ভিন্ন হয়, তেমনি রং, দীপ্তি এবং আকার-আকৃতিও হয় বৈচিত্র্যময়। এত সব ধরনধারণ নিরিখ করেই নির্ধারিত হয় মুক্তার দাম। মুক্তার দাম অনুযায়ী ঠিক করা হয় গয়নায় কী ধরনের অনুষঙ্গ থাকবে। এমনটাই জানালেন বিশেষজ্ঞরা।

সাধারণ সাজটাকেই অসাধারণ করে তুলতে মুক্তার গয়না অনন্য
ছবি : নকশা

হালকা সাজেই অসাধারণ

কনক দ্য জুয়েলারি প্যালেসের স্বত্বাধিকারী ও ডিজাইনার লায়লা খায়ের বলছিলেন, ‘মুক্তার দ্যুতি যেন এক নিরন্তর সৌন্দর্যের উৎস। ফ্যাশনধারায় মুক্তা কখনো পুরোনো হয় না। আভিজাত্য, প্রশান্তি এবং ধ্রুপদি সৌন্দর্যের প্রতীক মুক্তা। সাধারণ সাজটাকেই অসাধারণ করে তুলতে মুক্তার গয়না অনন্য। আর যেকোনো বয়সেই মুক্তার গয়না মানানসই।’ মুক্তার গয়নার আভিজাত্যকে ফুটিয়ে তুলতে চাইলে অন্য গয়নার আধিক্য এড়িয়ে চলা উচিত বলে জানালেন তিনি। মার্জিত এবং রুচিশীল ব্যক্তিত্বের প্রকাশ ঘটে মুক্তার গয়নায়। এক পরতের একটি মুক্তার মালাতেই যে কাউকে চমৎকার দেখায়। নিত্যদিনের জীবনে কিংবা উৎসব আয়োজনে পোশাকের ধরন অনুযায়ী গয়না বাছাই করা ভালো।

নানাভাবে মুক্তা দিয়ে গয়না গড়া যায়
ছবি : নকশা

অনন্য উপস্থাপন

সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী ও ডিজাইনার জেরিন তাসনিম খান জানালেন, মুক্তা দিয়ে গয়না গড়া যায় নানাভাবে। কানের টপ, আংটি বা মালা যেমন হতে পারে, তেমনি সরু চেইনের সঙ্গে থাকতে পারে মুক্তার লকেট। পোশাক দেশীয় ঐতিহ্যবাহী হোক কিংবা পাশ্চাত্য, মুক্তার গয়না মানিয়ে যাবে। পোশাকের রঙের সঙ্গে মুক্তার রং না মিললেও ক্ষতি নেই। মুক্তার গয়নায় আসে রাজকীয় ‘লুক’।

সৌন্দর্যের রকমফের

চাঁপা সাদা মুক্তার আভা অনন্য। এ ছাড়া আছে নানা রঙের মুক্তা। যে মুক্তা আলোকে প্রতিফলিত করে, তা মূল্যবান। আধগোল, লম্বাটে, চালের মতো আকার, কিংবা আঁকাবাঁকা গড়নের মুক্তার চেয়ে গোলাকার মুক্তা বেশি মূল্যবান। ভিন্ন গড়নের মুক্তার দাম কিছুটা কম। তবে আকার, চাকচিক্য, দ্যুতি যেমনই হোক, তা তো মুক্তাই। ঝিনুকের যে অংশ ‘মাদার অব পার্ল’ হিসেবে পরিচিত, সেটিও মুক্তার মতোই সমাদৃত।

চুলা সাজাতেও এখন মুক্তার ব্যবহার জনপ্রিয় হচ্ছে
ছবি : নকশা

মুক্তার সঙ্গে আরও যা

দামি মুক্তার সঙ্গে প্লাটিনাম বা স্বর্ণের মতো দামি উপকরণ মানানসই। সোনালি রঙের স্বর্ণ ছাড়াও সাদা স্বর্ণ কিংবা রোজ গোল্ড ব্যবহার করা যায়। রুপাও দারুণ অনুষঙ্গ। তবে পছন্দমতো যেকোনো ধাতব উপকরণই বেছে নিতে পারেন। অক্সিডাইজ ধাতব উপকরণও হতে পারে, আবার গোল্ড প্লেটিং বা রোডিয়াম প্লেটিংও থাকতে পারে। হীরা, পোখরাজ, জিরকন, কিউবিক জিরকোনিয়ার মতো উপকরণও যুক্ত করা যায়।

সিনথেটিক মুক্তার মূল্য একটু কম হয়ে থাকে
ছবি : নকশা

ঝিনুক ছাড়া মুক্তা হয়?

হয়। সিনথেটিক মুক্তার মূল্য কম। তামা বা পিতলের সঙ্গে এই মুক্তা ব্যবহার করতে পারেন, গোল্ড প্লেটিংও করিয়ে নেওয়া যায়। এই মুক্তা প্রাকৃতিক মুক্তার চেয়ে বেশি মসৃণ। চাকচিক্যও কম নয়। যারা প্রাণিজ পণ্য বর্জন করতে চান, তাঁরাও ব্যবহার করতে পারেন। এতে ঝিনুক কাটাকুটির কোনো ব্যাপার নেই।