রানির বিয়ের পোশাক তৈরির সময় দোরে কেন পাহারা বসেছিল
রানির ফ্যাশন নিয়ে ‘ভোগ’ ম্যাগাজিনের প্রতিবেদনে সারা হ্যারিস লিখেছেন, ‘আপনি একবার ভাবুন, একটা মানুষ তাঁর দীর্ঘজীবনে কোনো দিন ফ্যাশনের ক্ষেত্রে এতটুকু ভুল করেননি। আপনি আতশি কাচ ধরেও তাঁর একটা ভুল ধরতে পারবেন না। প্রতিবার তিনি সঠিক ফ্যাশনটাই বেছে নিয়েছেন। “অতিপোশাক, মিতপোশাক বা ভুলপোশাক”—এই তিন বিশেষণ কোনো দিন তাঁর পোশাকের জন্য প্রযোজ্য নয়। পোশাকের ক্ষেত্রে তিনি সব সময় যথাযথ, আত্মবিশ্বাসী ছিলেন।’ এদিকে ১৯৪৭ সালের ২০ নভেম্বর রানি ও প্রিন্স ফিলিপের বিয়ে নিয়ে পেজ সিক্সে বলা হয়েছে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্যাশন নিয়ে আন্তর্জাতিকভাবে যদি কোনো আলোচনা হয়, তাহলে সেটি রানির বিয়ের পোশাক নিয়ে হয়েছে। সেটি ছিল সেই সময়ের সবচেয়ে স্টাইলিশ রাজকীয় বিয়ে।’ জেনে নেওয়া যাক, ৭৫ বছর আগে রানির বিয়ের পোশাকের খুঁটিনাটি নিয়ে।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০