বিনোদনের জমকালো আসরে এ নীল ফিতার ব্যবহার অবশ্য এটাই প্রথম নয়। এবারের বাফটার আসরের আগে আগে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প হয়। মারা যান অর্ধলক্ষাধিক মানুষ। বাস্তুচ্যুত হন আরও অনেক বেশি। অন্যদিকে গত বছরই জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার হিসাব বলছিল, পৃথিবীতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১০ কোটির বেশি। তাঁদের সবার প্রতি সহমর্মিতা জানিয়ে বাফটায় এ নীল ফিতা ধারণের শুরু। কেট ব্লাঞ্চেট ছাড়াও পরেছিলেন অ্যাঞ্জেলা ব্যাসেট, কলিন ফেরেল, পল মেসকল, জেমি লি কার্টিস, মিশেল ইয়ো প্রমুখ। এ নিয়ে জেমি লি কার্টিস পরে বলেন, ‘আমার বন্ধু কেট ব্লাঞ্চেট এ আলো ঝলমলে আয়োজনের মধ্যেও সবাইকে মনে করিয়ে দিতে চান, এখনো পৃথিবীজুড়ে ভয়ংকর রকমের শরণার্থী সংকট চলছে। তা মোকাবিলায় আমাদের সবার নিজ নিজ দায়িত্ব পালন করা উচিত।’
অস্কারেও এই নীল ফিতা ধারণের মূল কুশীলব কেট ব্লাঞ্চেট। তিনি জাতিসংঘের সংস্থাটির শুভেচ্ছাদূত। বাংলাদেশের শরণার্থী সমস্যার ব্যাপারেও ওয়াকিবহাল তিনি। বৈশ্বিক এ সমস্যা নিয়ে সম্প্রতি বলেন, ‘সিনেমার যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে, এটা আমাদের “মানুষ” ধারণাটার কথা মনে করিয়ে দেয়। আমরা সবাই একই রকম, আর সেটাই আমাদের একতাবদ্ধ করে। আমি যেখানেই শরণার্থীদের সঙ্গে মিশি, সেটা হোক লেবানন, জর্ডান বা বাংলাদেশ, এমনকি যুক্তরাজ্যেও, তাদের ভিন্নতা আমাকে অবাক করে না। আমি অবাক হয়ে দেখি, তাদের সঙ্গে আমাদের কত মিল।’
তথ্যসূত্র : ভ্যানিটি ফেয়ার ও কসমোপলিটান