ব্রেসলেটে এখন যেমন নকশা চলছে
ব্রেসলেটের নকশায় প্রতিবছরই আসে কিছু ভিন্নতা। এ বছরের নকশায়ও কোনো একটি ধারা প্রাধান্য পাচ্ছে না। তাই আপনার গয়নার বাক্সে বরং ৬-৭ ধরনের নকশার ব্রেসলেট থাকলেই ভালো। মিলিয়ে পরার রীতি যেমন থাকবে, তেমনি একটি দিয়েও তৈরি করতে পারবেন স্টাইল স্টেটমেন্ট।
যত বড় তত ভালো
১ / ৫
চুড়ি
২ / ৫
একের বেশি
৩ / ৫
স্টেটমেন্ট ব্রেসলেট
৪ / ৫
পাথরের ব্রেসলেট
৫ / ৫