নওয়াজ শরিফের নাতির বিয়েতে ভারতীয় ডিজাইনারের পোশাক, চলছে তর্কবিতর্ক

ভারত–পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন নতুন নয়। সেই টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নাতির বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নতুন আলোচনা আর বিতর্ক। কারণ, বিয়ের দুটি অনুষ্ঠানে কনে শানজেহ আলী রোহাইল বেছে নিয়েছেন ভারতীয় খ্যাতনামা ডিজাইনারদের পোশাক।

১ / ১২
নওয়াজ শরিফের নাতি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ সফদার আওয়ানের ছেলে মুহাম্মদ জুনায়েদ সফদারের সঙ্গে বিয়ে হয়েছে শানজেহ আলী রোহাইলের।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
১৮ জানুয়ারি লাহোরে হয়েছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
বিয়ের পরপরই আলোচনার কেন্দ্রে চলে আসে কনের পোশাক। কারণ, বিয়ের দুটি অনুষ্ঠানে শানজেহ আলী রোহাইল বেছে নিয়েছেন ভারতীয় খ্যাতনামা ডিজাইনারদের পোশাক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
মেহেদি অনুষ্ঠানে শানজেহ আলী রোহাইল পরেছিলেন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জির ডিজাইন করা সবুজ লেহেঙ্গা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
পোশাকটিতে ছিল সূক্ষ্ম সোনালি জরির কাজ, সঙ্গে ডাবল ওড়নার স্টাইলিং।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
আর বিয়ের দিন পরেন তারুণ তাহিলিয়ানির ডিজাইন করা লাল শাড়ি। লাল ওড়না আর স্লিক বান খোঁপায় সম্পূর্ণ হয় তাঁর ব্রাইডাল লুক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
এই পোশাক বাছাই নিয়েই শুরু হয় সমালোচনা।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের অনেকেই প্রশ্ন তোলেন, ভারতীয় ডিজাইনারদের প্রতি এমন আকর্ষণের কারণ কী, বিশেষ করে দুই দেশের সম্পর্ক যখন উত্তপ্ত।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভারতীয় ডিজাইনারদের প্রতি এই মোহটা কেন? ওরা আমাদের পোশাকের প্রশংসা করে, আর আমরা দেখুন কী করছি!’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
তবে সমালোচনার পাশাপাশি এসেছে সমর্থনও।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
আরেকজন মন্তব্য করেন, ‘যাঁরা সমালোচনা করছেন, তাঁদের নিজেদের বিয়ের পোশাকও নিশ্চয়ই সবার পছন্দ হয়নি। এটা ২০২৬ সাল, নিজের বিয়েতে কনে কী পরবেন, সেটা নিয়ে দয়া করে দায়িত্বশীলের মতো আচরণ করি। পোশাকটা তো তিনি বা তাঁর পরিবারই কিনেছেন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
সব মিলিয়ে এই বিয়ের পোশাক ঘিরে আবারও সামনে এসেছে ফ্যাশন, পরিচয় আর রাজনীতির জটিল সম্পর্ক। আর নেট–দুনিয়ায় চলছে তুমুল তর্কবিতর্ক।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন