ঈদে যে ধরনের ব্লাউজ বানাতে পারেন
২০২৩ সালের ঈদ ফ্যাশনে ব্লাউজ নিয়ে হবে নিরীক্ষাধর্মী কাজ। জমকালো নকশা যেমন থাকবে, তেমনি কাটেও দেখা যাবে নতুন ধরনের কাজ। একদম মিলিয়ে ব্লাউজ পরার ধারা যেমন দেখা যাচ্ছে, না মিলিয়ে পরার ধারাও আছে।
হাতা ছাড়া ব্লাউজটির বাকি অংশে প্লিটের কাজ করা। প্লিটের ওপর একপাশে জারদৌসির ছোট একটি কাজও করা হয়েছে। ব্লাউজের নকশায় জারদৌসি ও কারচুপির কাজ বেশ জনপ্রিয় হবে। কনুইয়ের ঠিক আগে আগে শেষ হয়েছে ব্লাউজের হাতা।
বেলুন বা ফোলানো হাতা, হাতায় কুচি বা র্যাফেলের ব্যবহার প্রাধান্য পাবে
ব্যাক লেস ব্লাউজও থাকছে। পেছনে ফিতা দিয়ে বো করা হয়েছে। পাশাপাশি ব্লাউজের দৈর্ঘ্যও কমে এসেছে।
কোট ব্লাউজ বলে এটাকে আখ্যায়িত করলেন ডিজাইনার রিফাত রহমান। ভেতরে হাতাকাটা ব্লাউজের ওপর একই দৈর্ঘ্যের কোট ডিজাইনের ব্লাউজ বানানো হয়েছে। আরাম তো থাকবেই, তবে গত কয়েক বছরের তুলনায় এ বছর কাট আর নকশার ওপর জোর দেওয়া হবে।
হাতাটি হাতের চেয়েও লম্বা। কনুই থেকে ফাঁড়া শুরু হয়ে শেষ অবধি গেছে। হঠাৎ দেখলে অনেকটা কেপের মতো মনে হয়, যেটা ২০২৩ সালে ঈদে আবার ফেরত আসবে।
ব্লাউজের হাতার কাপড়টি স্বচ্ছ হওয়ায় ভিন্ন একটি লুক চলে এসেছে।