কারিনা কাপুর খানের নতুন এবং অন্য রকম কনে সাজ

মাসাবা গুপ্তা ফ্যাশন ডিজাইনার হিসেবে ক্রমে ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। কেবল বলিউডে বা ভারতেই নয়, বাংলাদেশেও বেশ জনপ্রিয় ‘হাউস অব মাসাবা’র পোশাক। বাংলাদেশের তারকা, অভিনেত্রী আর মডেলদের ওয়ার্ডরোবে ঢুঁ দিলে মিলবে মাসাবার একাধিক সংগ্রহ। তরুণ প্রজন্মের কাছেই এই ডিজাইনার অধিক জনপ্রিয়। তবে এবার বিয়ের কনেদের কাছেও নিজের ডিজাইন আর সংগ্রহ নিয়ে পৌঁছে যাচ্ছেন মাসাবা। হাউস অব মাসাবা এনেছে প্রথম ‘ওয়েডিং কালেকশন’। আর এই ফ্যাশন হাউসের প্রথম কনে হলেন বলিউড তারকা কারিনা কাপুর খান।
১ / ১২
মাসাবার ওয়েডিং কালেকশনের একটা থিম হলো, ‘আনপিন দ্য ব্রাইড’। সবাই আশা করেন বিয়েতে কনেদের ‘পারফেক্ট’ দেখাবেন। এ জন্য কনেরা পিন করে শাড়ি পরেন। পিন করে কুঁচি দিয়ে। ওড়নায় থাকে পিন। আর মাসাবার সংগ্রহের মূল কথা হলো, ‘আনপিন দ্য ব্রাইড’। অর্থাৎ, কনেকে মুক্তি দিন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
২ / ১২
বিয়ের পর নারীকে আরোপিত নানা দায়িত্ব ও বিধিনিষেধের বেড়াজাল থেকে মুক্ত করার বিষয়টি উঠে এসেছে ‘আনপিন দ্য ব্রাইড’ থিমে। বিয়ের পর নারীর স্বাধীন জীবন আর ইচ্ছের উদযাপনই মাসাবার সংগ্রহের মূলকথা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১২
মাসাবার সংগ্রহের প্রথম ব্রাইড হিসেবে দেখা দিয়েছেন বলিউডের ‘নবাব’ পরিবারের পুত্রবধূ, কারিনা কাপুর খান। আর দেখা দিয়েছেন চিরায়ত বাঙালি বধুর সাজে, লাল শাড়ি আর ঐতিহ্যবাহী গয়নায়। কারিনার শাশুড়িও (শর্মিলা ঠাকুর) যে বাঙালি!
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১২
কেন কারিনাকেই বেছে নিলেন হাউস অব মাসাবার প্রথম কনে হিসেবে? উত্তরে ৩৩ বছর বয়সী মাসাবা বলেন, ‘কারিনা সব সময় প্রাসঙ্গিক, টাইমলেস ফ্যাশন আইকন। জীবনের বিভিন্ন পর্যায়ে তিনি যেভাবে নিজের আত্মবিশ্বাস, সাহস আর শক্তি দিয়ে নিজেকে মেলে ধরেছেন, তা যেকোনো নারীর জন্য অনুকরণীয়।’ ছবিতে বিয়ের কনে সাজে মাসাবা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৫ / ১২
ঐতিহ্যবাহী ভারতীয় বিয়ের পোশাক থেকেই অনুপ্রাণিত মাসাবার সংগ্রহ। তাই শাড়ি আর লেহেঙ্গার রং হিসেবে তুলে নিয়েছেন টকটকে লাল রং। এই লেহেঙ্গার নাম দেওয়া হয়েছে বাগ-ই-বাহার
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৬ / ১২
আর ওড়নার নাম ‘সোন চিড়িয়া’ দোপাট্টা। বিয়ের পর যাতে নারীরা পাখা মেলে উড়তে পারেন, স্বাধীনতায় যাতে কোনো বাধা না আসে, সেই দিকটিই উঠে এসেছে
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৭ / ১২
হলুদের নানা শেডের যে লেহেঙ্গা দেখছেন কারিনার পরনে, সেটি সংগীত অনুষ্ঠানকে মাথায় রেখে তৈরি। বিয়ের সময়কার আনন্দ, আশা আর উয়্‌যাপনকে মাথায় রেখে হলুদের নানা শেড মিলিয়ে তৈরি হয়েছে ‘গেরুয়া নীল কমল’ লেহেঙ্গা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১২
মাসাবার ওয়েডিং কালেকশনের সবচেয়ে আলোচিত, প্রশংসিত পোশাকটি হলো এই আইভরিরঙা লেহেঙ্গা। এখনকার বিয়ের পোশাকের সবচেয়ে ট্রেন্ডি রং আইভরি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৯ / ১২
মাসাবা সব সময় কল্পনা করেছিলেন, একদিন কারিনা আইভরিরঙা লেহেঙ্গা পরে বউয়ের সাজে হাউস অব মাসাবার চা খাবেন। এই ফটোশুটে মাসাবা তাঁর সেই স্বপ্ন পূরণ করেছেন
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১২
নিজের বিয়ের ১১ বছর পর আবারও অভিজাত লুকে বউয়ের সাজে দেখা দিলেন কারিনা
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১১ / ১২
ঐতিহ্যের সঙ্গে আধুনিকতাকে মিলিয়ে তৈরি হয়েছে কালো এই ‘সোন চিড়িয়া’ জ্যাকেট
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১২ / ১২
অবশ্য মাসাবা নিজের বিয়েতেও পরেছিলেন নিজের নকশা করা ‘হাউস অব মাসাবা’র লেহেঙ্গা!
ছবি: ইনস্টাগ্রাম থেকে