সিল্কের পোশাকে রাজকীয় রূপ

আধুনিক কাট আর ঐতিহ্যবাহী নকশা দুটোই তুলে ধরা হয়েছিল সিল্কের কাপড়ের ওপর

সিল্কের শাড়িতে সুতার কাজছবি: সাবিনা ইয়াসমিন

রাজধানীর গুলশান লেন পার্কে ‘ম্যাজেসটিক সিল্কস অব বাংলাদেশ’ শিরোনামের ফ্যাশন শোর আসর বসেছিল ১২ নভেম্বর। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও স্টুডিও মায়াসিরের স্বত্বাধিকারী ডিজাইনার মাহিন খান একক এই ফ্যাশন শোতে তুলে ধরেন সিল্কের রাজকীয় ও অভিজাত রূপ।

শাড়ির আঁচলেও ছিল ভারী কাজ। পোশাকের মতো করেই মূলত পরিয়েছেন মাহিন খান। এ কারণেই ছোট রাখা হয়েছিল আঁচল
ছবি: সাবিনা ইয়াসমিন

৫০টি পোশাকেই ছিল সুতার নিখুঁত কাজ ও নকশা। কার্তিকের বিকেলে হাতে বোনা সিল্কের পোশাক পরে হেঁটেছেন মডেলরা। সিল্কের কাপড় দিয়েও যে সব ধরনের কাট আর নকশা সম্ভব, সেটাই দেখিয়েছেন ডিজাইনার মাহিন খান। দেখে মুগ্ধ হয়েছেন অতিথিরা।

চলতি ধারার নকশাগুলোও নিপুণভাবে দেখিয়েছেন মাহিন খান
ছবি: সাবিনা ইয়াসমিন
হাতায় ও গলায় র‌্যাফেলের ব্যবহার ছিল চোখে পড়ার মতো
ছবি: সাবিনা ইয়াসমিন
সুতার টানে উঠে আসে শীতলপাটি, শখের হাঁড়ি, ফুল-পাতার গল্প
ছবি: সাবিনা ইয়াসমিন
ছেলেদের পোশাকে সুতার কাজের পাশাপাশি দেখা যায় শিবোরির কাজ
ছবি: সাবিনা ইয়াসমিন
ছিল হাফ সিল্কের পোশাকও। আন্তর্জাতিক পর্যায়েও দেখা যাচ্ছে কুঁচি ও প্লিটসের কাজ
ছবি: সাবিনা ইয়াসমিন
খাটো পঞ্চ স্টাইলের জ্যাকেট, টপ আর স্কার্টটি জমকালো দাওয়াতের জন্য আদর্শ
ছবি: সাবিনা ইয়াসমিন
ছেলেদের ফ্যাশনে খাটো পাঞ্জাবি আবার ফিরে এসেছে। অনেকে এটাকে টিউনিক বলেন। সঙ্গে ছিল প্যান্ট কাটের পায়জামা। খাটো পাঞ্জাবির সঙ্গে মডেলরা পরেছিলেন কটি, শেরওয়ানি।ঢিলেঢালা নয়, কিছুটা ফিটিংস পাঞ্জাবির যুগ চলে এসেছে।
ছবি: সাবিনা ইয়াসমিন

মাহিন খান জানালেন, ৬ মাস ধরে পোশাকগুলো বানানো হয়েছে। একদম গোড়া থেকে নকশা, প্যাটার্নের ওপর কাজ করা হয়েছে। আমাদের দেশীয় পোশাকগুলো কিনলে পাঁচজনের কর্মসংস্থান হয়। আমাদের দেশীয় ফ্যাশনের উন্নতি হলে সামাজিকভাবেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।