খোলা আকাশের নিচে ঝুলন্ত সেতুতে মস্কো ফ্যাশন উইকের একঝলক দেখুন ছবিতে

রাশিয়ার রাজধানী মস্কোয় ২৮ আগস্ট শুরু হয়েছে ব্রিকস‍+ফ্যাশন সামিট ও মস্কো ফ্যাশন উইক। তিন দিনের সামিট শেষ হয়েছে ৩০ আগস্ট। এখন চলছে দেশ–বিদেশের ডিজাইনার পোশাক নিয়ে ফ্যাশন শো। ৩০ আগস্ট একটি ফ্যাশন শোর আয়োজন হয় ঝুলন্ত সেতুর ওপর। মস্কো থেকে সেই ফ্যাশন শোর একটি কিউয়ের ছবি তুলে পাঠিয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ ফটোসাংবাদিক সুমন ইউসুফ

১ / ৯
মস্কো ফ্যাশন উইকের তৃতীয় দিনে আয়োজিত ফ্যাশন শোতে ক্যাটওয়াক করছেন মডেলরা
ছবি: সুমন ইউসুফ
২ / ৯
মস্কো ফ্যাশন উইকের একটি কিউতে মডেলরা পরেছিলেন রুশ ডিজাইনারের পোশাক। ফ্যাশন উইকটি আয়োজিত হয় খোলা আকাশের নিচে
ছবি: সুমন ইউসুফ
৩ / ৯
ফ্যাশন শোতে একরঙা ছাড়াও ফুলেল নকশার পোশাকে হেঁটেছেন মডেলরা
ছবি: সুমন ইউসুফ
৪ / ৯
ফুলেল নকশায় বিয়ের পোশাকে উপস্থিত হন একাধিক মডেল। সাজগোজেও ধরা পড়ে রুশ কনের লুক
ছবি: সুমন ইউসুফ
৫ / ৯
ফোক মোটিফের নকশায় বিয়ের বিভিন্ন পর্বের পোশাকে ক্যাটওয়াক করছেন মডেলরা
ছবি: সুমন ইউসুফ
৬ / ৯
জ্যামিতিক ও ঐতিহ্যবাহী নকশার পোশাকও দেখা যায় রানওয়েতে
ছবি: সুমন ইউসুফ
৭ / ৯
এই লাইন কাটের লম্বা ঢিলেঢালা পোশাকে দেখা মেলে এ সময়ের ফ্যাশন। বর্ডার কাটের অফ শোল্ডার, বেলুন স্লিভ, পাফ হাতা ছাড়াও স্লিভলেস পোশাকের দেখা মেলে
ছবি: সুমন ইউসুফ
৮ / ৯
ফ্যাশন শোতে রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের তৈরি ফোক মোটিফের পোশাকে ক্যাটওয়াক করছেন মডেলরা
ছবি: সুমন ইউসুফ
৯ / ৯
লম্বা কাটের পোশাক ছাড়াও টপ, প্যান্ট ও স্কার্টের মতো পোশাক দেখা যায় এবারের ফ্যাশন শোতে
ছবি: সুমন ইউসুফ
আরও পড়ুন